সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল হরিজন পল্লীতে পূজা নিয়ে মারামারি,গর্ভবতী নারীসহ আহত ৩ গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

শহরের সাবলিয়ার বনফুল টাওয়ার নিয়ে পুলিশের সাবেক কন্সটেবল উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের সাবলিয়ার বনফুল টাওয়ারের ডেভলপার এ কে এম কাইয়ুমের পক্ষে তার মা লতিফা বেগমের সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার ০৩ অক্টোবর সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে সাবালিয়ার বনফুল টাওয়ারের ফ্ল্যাটের মালিক ও ওই টাওয়ারের সাধারন সম্পাদক উজ্জল চক্রবর্তীর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন।
সংবাদ সম্মেলনে লতিফা বেগম লিখিত বক্তব্যে বলেন, তার ছেলে এ কে এম কাইয়ুম ইতালী প্রবাসী। তার ছেলে বাংলাদেশে একটি ডেভলপার ফার্ম করেন এবং সাবালিয়াতে মরহুম রহমত উল্লাহ সাহেবের নিকট ৩৬% এবং ৬৪% রেশ্যুতে ১০ শতাংশের একটি জমি গ্রহণ করেন এবং বনফুল টাওয়ার নামে একটি ভবনের কাজ শুরু করেন। পৌরসভার নিকট থেকে অনুমোদন নিয়ে ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু করেন। কাজ চলাকালীন সময় তার ছেলে কে এম কাইয়ুম কবীর অংশের কিছু ফ্ল্যাট বিক্রি করেন। ঐ সময় উজ্জল চতক্রবর্তী তার নিকট হইত একটি ফ্ল্যাট লিফটের (৩/বি) ক্রয় করেন। তারপর থেকেই উজ্জল চক্রবর্তীর চক্রান্ত শুরু করেন। ফ্ল্যাটের বসবাসকারীদের ভবন পরিচালনা করার জন্য একটি কমিটি করা হয়, যেখানে উজ্জল চত্রবর্তী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেক্রেটারির পদ হাতিয়ে নেয়। দীর্ঘ ১০ বছর যাবৎ সে উক্ত ভবনের সকল বাসিন্দাদের জিম্মি করে সেক্রেটারির পদ দখল করে রাখেন। উক্ত ভবনের সেক্রেটারির পদ কাজে লাগিয়ে সে দীর্ঘদিন ধরে তার কে এম কাইয়ুম কবীর আর্থিক ও সামাজিকভাবে হয়রানি করে আসছে।
তিনি লিখিত বক্তব্যে আরও জানান, উজ্জল চক্রবর্তী মূলত চাকুরীচ্যুত পুলিশ কনস্টেবল এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনীর সোর্স (দালাল) হিসাবে কাজ করতো। সেই সুবাদে সে বার বার পুলিশের ভয় দেখিয়ে তার ছেলের কাছ থেকে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। টাকা দিতে না চাইলে পুলিশের ভয় এবং নির্মাণ কাজ বন্ধ করে দিত। উজ্জল চক্রবর্তীকে টাকা না দেওয়ার কারণে হঠাৎ রাতে আমাকে এবং আমার বড় মেয়েকে পুলিশ দ্বারা বাসা থেকে তুলে নিয়ে থানায় আটক করে। এর পর থানা থেকে উজ্জল চক্রবর্তীর সাথে আমাদেরকে আপোষ করতে বলে। উজ্জল চক্রবর্তীকে ২ লাখ টাকা দিলে আমাকে এবং আমার বড় মেয়েকে ঐ রাতে থানা থেকে ছেড়ে দেয়। শুধু তাই নয় এর কিছু দিন পর পুনরায় সে আমার রাজ মিস্ত্রী ছাত্তারকে পুলিশ দ্বারা আটক করেন। তখনও উজ্জল চক্রবর্তীকে ১ লক্ষ টাকার বিনিময়ে রাজ মিস্ত্রী ছাত্তারকে ছাড়িয়ে অনা হয়। এভাবে টাকা দিলে কাজ চলত, না দিলেই কাজ বন্ধ। এক পর্যায়ে ১০ তলা ভবন নির্মাণের সমস্ত কাজ শেষ হলেও অল্প কিছু কাজ সে ইচ্ছাকৃত বন্ধ রাখে যা এখন পযর্ন্ত করতে দিচ্ছে না। পরবর্তীতে উজ্জল চক্রবর্তী আমাদের কাছে ১৫ লাখ টাকা দাবী করে। তখন ৫ লাখ টাকা দিতে সম্মত হলেও উজ্জল চক্রবর্তী বলে যে এই বিল্ডিংয়ের কাজ সম্পন্ন করতে হলে তাকে ১৫ লাখ টাকা দিতে হবে। পরে আমরা অপারগতা জানালে উজ্জল চক্রবর্তী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে ও নির্মাণ কাজ বন্ধ করে দেয়। শুধু ডেভলপার হিসেবে আমার ছেলে কে এম কাইয়ুম কবীর একা নই, আমিসহ আমার বড় মেয়ে, আমার ছেলে কে এম কাইয়ুম কবীরের শ্বশুড়, মামা ও বাড়ীর কেয়ার টেকারের বিরুদ্ধে মিথ্যা মামলা করে, যাতে কেউ এই বিল্ডিং নির্মাণের কাজ তদারকি না করতে পারে এবং সকল মিস্ত্রী কে এক পর্যায়ে নির্মাণাধীন ভবন থেকে বের করে দেয়। পরবর্তীতে সকল মিস্ত্রীরা মিলে একটি ঘোষণা পত্র দেয়, সেখানে উল্লেখ করে যে, উজ্জল চক্রবর্তী ও তাহার বাহামভুক্ত লোকজন তাদেরকে বিভিন্ন সময় মারপিট করে নির্মাণাধীণ ভবন থেকে বের করে কাজ বন্ধ করে দেয়। এই ভাবে বারবার কাজ বন্ধ করে দেওয়ায় আমার ছেলে এ কে এম কাইয়ুম কবীর নিদিষ্ট সময়ে ভবন নির্মাণ শেষ করতে না পারায় আর্থিক ভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে বিভিন্ন ব্যাংক ও বিভিন্ন ব্যক্তির কাছে ঋণে জর্জরিত হয়ে পরে।

পুলিশের সোর্স হওয়ার সুবাদে পুলিশি হয়রানির মাধ্যমে ও স্থানীয় ক্যাডারদের দিয়ে ভয়ভীতি দেখিয়ে উজ্জল চক্রবর্তী বারবার অপকর্ম করে পাড় পেয়ে যায়। ফলে তার অত্যাচারের মাত্রা দিনদিন বেড়েই যায়। উজ্জল চক্রবর্তী চাঁদাবাজী ও মিথ্যা মামলা দ্বারা হয়রানি করে আমার ছেলে এ কে এম কাইয়ুম কবীর প্রবাসী হওয়ায় এবং দেশে প্রভাবশালী প্রতিনিধি না থাকার দূর্বলতাকে কাজে লাগিয়ে দীর্ঘ ১২ বছর যাবৎ উজ্জল চত্রবর্তী নানা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছে। উজ্জল চত্রবর্তীর বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতন, প্রহার, ভূয়া মামলা দিয়ে চাঁদাবাজী ও মাদক ব্যবসাসহ প্রতারণার সুনির্দিষ্ট অভিযােগ রয়েছে। আমরা ছাড়াও বনফুল টাওয়ারের অন্যান্য ফ্ল্যাট বাসিন্দা ও মহল্লার অসংখ্য ভূক্তভোগী রয়েছে।

গত ২০ সেপ্টেম্বর বনফুল টাওয়ারে ভূক্তভোগী ফ্ল্যাটের মালিকরা ও উজ্জল চত্রবর্তীর দ্বারা পুলিশি হয়রানির স্বীকার হওয়ায় মহল্লাবাসী সম্মলিতভাবে সেক্রেটারী উজ্জল চত্রবর্তীর বিরুদ্ধে একটি মানববন্ধন করে। বনফুল টাওয়ারে কমিটি থেকে তার প্রত্যাহার দাবী করেন। বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার ছেলে এ কে এম কাইয়ুম কবীরের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে। উজ্জল চক্রবর্তীর দাবীকৃত প্রত্যেকটি অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। আমি আমার ছেলের ও আমার পরিবারের উপর সকল হয়রানি, জুলুম, নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে তার নিকট ক্ষতিপূরণ দাবী করছি। আমাদের অভিযোগ সমূহের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে উজ্জল চক্রবর্তীর দৃষ্টান্তমূলক শান্তির দাবী করছি। একই সঙ্গে বনফুল টাওয়ারের পরিচালনা কমিটির সেক্রেটারীর পদ থেকে উজ্জল চত্রবর্তীকে অবিলম্বে প্রত্যাহার দাবী করছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme