সংবাদ শিরোনাম:
ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা নাগরপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা কে কুপিয়ে হত্যা, আটক ৬ ভলেন্টিয়ার ফর বাংলাদেশ টাঙ্গাইল জেলার উদ্যােগে শ্রমজীবী মানুষের মাঝে ছাতা ও শরবত বিতরণ টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন জোয়াহেরের আইনজীবি সনদ ও মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে এবার প্রশ্ন তুলেছেন ছোট মনির এমপি টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ টাঙ্গাইলে চরম উত্তেজনার মধ্য দিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মহান মে দিবস পৃথকভাবে পালিত টাঙ্গাইলে মেয়ে ও জামাতার বিরুদ্ধে বাবাকে নির্যাতনের অভিযোগ, বৃদ্ধের মৃত্যু কালিহাতীতে প্রধান শিক্ষককে বাড়িতে ডেকে নিয়ে মারধর, থানায় মামলা লালমাটি যাচ্ছে ইটভাটায়, টাঙ্গাইলের পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!
শামসুল হক এর স্মরণে টাঙ্গাইলে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

শামসুল হক এর স্মরণে টাঙ্গাইলে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

প্রতিদিন প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ভাষা সৈনিক শামসুল হক এর স্মরণে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরের জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত আনোয়ার উল আলম (শহিদ), শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. সাইফুল ইসলাম স্বপন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মিনু আনুহলি।

এসময় অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শামসুল হকের জন্ম, বাসস্থান, শিক্ষা জীবন, রাজনীতিক জীবন, কর্মজীবনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে তার উপরে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা করা হয়। প্রতিযোগিতায় ১০ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840