রবিন তালুকদার : টাঙ্গাইলের সখীপুরে হালেম মিয়া (৭০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন।
শনিবার (১২ অক্টোবর) উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হালেম মিয়া প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন।
পর দিন শনিবার সকালে তাকে ঘরে খুঁজে পাওয়া যাচ্ছিলো না খোজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে একটি আমগাছে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
সখীপুর থানার ওসি (তদন্ত) এএইচ এম লুৎফুল কবির জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মাধ্যমে নিহতের লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।