প্রতিদিন প্রতিবেদক সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে শিয়ালের কামড়ে একই গ্রামের সাতজন আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় চিকিৎসা নিতে পারছেন না আহতরা।
আহতদের মধ্যে দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকালে উপজেলার কালিয়া ইউনিয়নের দক্ষিণ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলায় শিয়াল আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় ইউপি সদস্য মো. বাদল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আহতরা হলো-দক্ষিণ কচুয়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে মকবুল হোসেন (৮০), মৃত বাহাদুর মিয়ার ছেলে শামসুল হক (৭০), লতিফ মিয়ার ছেলে আবদুল বাছেদ (৭০),
মহসিন মাস্টারের স্ত্রী আছিয়া বেগম (৬৫) তার মেয়ে শান্তনা আক্তার (৪০), জাফর আহমেদের মেয়ে হাওয়া বেগম (৪৫) এবং জোয়াহের আলীর ছেলে শাহজালাল (৪৫)।
এদের মধ্যে বৃদ্ধ মকবুল হোসেন এবং হাওয়া বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর ৫ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর আলম উপজেলা পর্যায়ে ভ্যাকসিন না থাকার কথা স্বীকার করে জানান, আহতদের মধ্যে ৫জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত মকবুল হোসেন এবং হাওয়া বেগমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।