প্রতিদিন প্রতিবেদক সখিপুর: টাঙ্গাইলের সখীপুরে মাধ্যমিক পর্যায়ের ৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লক্ষ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রনীর সভাপতিত্বে বক্তব্য দেন মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আরাব ফজলুর রহমান, লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, মধুমতি ব্যাংক সখীপুর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মো: জাহিদুল ইসলাম প্রমুখ।
মধুমতি ব্যাংক সিএসআর প্রোগ্রামের আওতায় ৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪০ লক্ষ ও লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল (সিআইপি) উদ্যোগে ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০ লক্ষ টাকা মোট ৬০ টি শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বমোট ৬০ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করা হয়।