সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

সখীপুরে ৯ ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন ইউপি চেয়ারম্যান।

  • আপডেট : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৭৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক সখীপুর : টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) অনাস্থা দেওয়া ৯ ইউপিসদস্যসহ ১৭জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন ওই পরিষদের চেয়ারম্যান জামাল মিয়া। গতকাল সোমবার টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সখীপুর আমলি আদালতে এ মামলাটি করা হয়। ওইদিনই আদালতের বিচারক নওরিন করিম মামলাটি আমলে নিয়ে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের দায়িত্ব দিয়েছেন। টাঙ্গাইল আদালতের পিপি এস আকবর খান আজ বিকেলে  এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের ১৭ জুলাই অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামাল মিয়া উপজেলার কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। সাড়ে নয় মাসের মাথায় গত ৩ মে চেয়ারম্যান জামাল হোসেন মিয়াকে পরিষদের ৯ জন সদস্য অনাস্থা দেয়। এদিকে বিদেশে লোক পাঠানোর কথা বলে ৮৭ জনের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাতের অভিযোগে ওই চেয়ারম্যানকে গত ১৫ মে পাওনাদাররা তাঁর কার্যালয়ে সাড়ে তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখে।
মামলার বিবরণে চেয়ারম্যান উল্লেখ করেন, কয়েক মাস ধরে ইউপি সদস্যরা অনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারি প্রকল্পের টাকা, চাল, গম আত্মসাৎ করার জন্য চেয়ারম্যানকে প্রস্তাব দিয়ে আসছিল। চেয়ারম্যান প্রস্তাব প্রত্যাখ্যান করায় গত ১৫ মে বিবাদীরা চেয়ারম্যানের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদার বিষয়টি কাউকে না বলার জন্য ইউপি সদস্যরা চেয়ারম্যানকে হুমকি দেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ প্রসঙ্গে কালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও মামলার এক নম্বর আসামি মামুন শিকদার  বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়মের ১০টি সুনির্দিষ্ট অভিযোগ এনে গত ৩ মে আমরা নয়জন সদস্য ওই চেয়ারম্যানকে অনাস্থা দিয়েছি। এদিকে বিদেশে লোক পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের অভিযোগে পাওনাদাররা চেয়ারম্যানকে গত বুধবার তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। ওইদিনের ঘটনা থেকে বাঁচতে তিনি (চেয়ারম্যান) আমাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেছেন। আমরা আইনিভাবে এর মোকাবেলা করব।
কালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মামলার বাদী জামাল  মিয়া আজ এ প্রতিনিধির কাছে আদালতে মামলা করার কথা স্বীকার করেন। এছাড়া অন্য কোনো মন্তব্য করতে রাজি হননি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme