সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

সখীপুর বাজার বনিক বহুমূখী সমবায় সমিতির নির্বাচন

  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৬৩৯ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম (সাঈদ) : টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ সময় স্থগিত থাকা বাজার বনিক বহুমুখী  সমবায়  সমিতি লিমিটেড- এর নির্বাচন শনিবার (১০ অক্টোবর)  উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ৮ টা থেকে সখীপুর সরকারি পিএম পাইলট স্কুল এন্ড কলেজে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয়। ভোট গণনা শেষে উপজেলা সমবায় কর্মকর্তা খোদেজা খানম রাত ২টা ১৫ মিনিটে চুড়ান্ত ফলাফল  ঘোষনা করেন।

নির্বাচিত হলেন, সভাপতি পদে মো. খলিলুর রহমান চেয়ার প্রতিক নিয়ে ৭৮৮ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিল্লাল হোসেন  ছাতা প্রতিকে ৫০৬ ভোট পান। সহসভাপতি পদে মোমবাতি প্রতিকে হাজি মো. মিন্টু দেওয়ান ৬৬৬ভোট পেয়ে নির্বাচিত হন।

সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন আনারস প্রতিক নিয়ে ৫৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম লেবু পাখা প্রতিক নিয়ে ৩৭৫ ভোট পান। সহ সাধারণ সম্পাদক পদে টিয়া পাখি প্রতিক নিয়ে মো. আলম মিয়া ৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। 

সাংগঠনিক সম্পাদক পদে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন খেজুর গাছ প্রতিক নিয়ে ৬৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। কোষাধ্যক্ষ পদে মো. আনোয়া হোসেন দেয়াল ঘড়ি প্রতিক নিয়ে ৬২২ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল ইসলাম তালুকদার ৬১৯ ভোট পান। দপ্তর সম্পাদক পদে খন্দকার সোলায়মান কবির হাতি প্রতিক নিয়ে ৬৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শাহজাহান মিয়া বটগাছ প্রতিকে ২৯৭ ভোট পান।

ক্রীড়া সম্পাদক পদে মিজানুর রহমান ডালিম ফুটবল প্রতিক নিয়ে ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হন ,  এবং প্রচার সম্পাদক পদে শ্রী রনজিত শীল মাইক প্রতিক নিয়ে ৭৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রী হরিপদ ঘোষ রিকসা প্রতিকে ৪৯৫ ভোট পান।

নির্বাচনে ৯টি পদের বিপরীতে মোট ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় করেন। মোট ভোটার সংখ্যা ১৪৩৯ জন তন্মধ্যে ১৩০৫ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme