প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল পৌর এলাকার সন্তোষ জাহৃবী উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে ক্লাশ চলছে। বুধবার দুপুরে বিদ্যালয়টি পরিদর্শন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি টাঙ্গাইল পৌর মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।
বিষয় ভিত্তিক শিক্ষকরা ক্লাস নিচ্ছেন অনলাইন স্কুল টিসি ভিশন এর মাধ্যমে। শিক্ষার্থীদের সুবিধার্থে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজে এসব ক্লাস পরিচালনা ও আপলোড করা হচ্ছে নিয়মিত।
বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেইজ (সন্তোষ জাহৃবী হাইস্কুল সন্তোষ টাঙ্গাইল (ইংরেজী শব্দে)) ব্যবহার করে ক্লাস পরিচালনা হচ্ছে। শিক্ষকরা তাদের লেকচার ভিডিও আকারে পেজে পোস্ট করছেন।
শিক্ষা বিষয়ক কোনো প্রশ্ন থাকলে শিক্ষার্থীরা ইনবক্সে প্রশ্ন করতে পারছেন। এছাড়াও শিক্ষকরা সাজেশন তৈরি ও সঠিক নির্দেশনা দিচ্ছেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মিয়াচাঁন মিয়া জানান, কোরনাকালীন সময়ে পড়া লেখার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে সেজন্যই নেয়া হয়েছে এ উদ্যোগ।
শিক্ষক নেতৃবৃন্দ জানান, লকডাউন শেষ হয়ে গেলে পরীক্ষা শুরু হতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা বোর্ড থেকে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ের ফেসবুক পেইজে লাইক দিয়ে সম্পৃক্ত থেকে অনলাইন ক্লাসে যোগ দেওয়ার আহবান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন জুয়েল, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুন।