সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

সন্ধ্যা রানীর নিরাপত্তা জোরদার, পাচ্ছেন ঘর

  • আপডেট : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৩৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল : গাছে বেঁধে নির্যাতনের শিকার টাঙ্গাইলের ঘাটাইলের সেই আদিবাসী নারী সন্ধ্যা রানীর নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন পুলিশ সুপার সঞ্জিব কুমার রায়। এ ছাড়া মুজিববর্ষ উপলক্ষে সন্ধ্যা রানীকে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর বরাদ্দ দিলেন জেলা প্রশাসক আতাউল গনি।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে ডিসি ও এসপি সন্ধ্যা রানীর বাড়ি উপজেলার মালিরচালা গ্রামে যান।

নির্যাতনের ঘটনায় সন্ধ্যা রানীর করা মামলায় আসামিরা সব জামিনে মুক্ত। তাই নিজ বাড়িতে থাকতে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপার সেখানে গিয়ে ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন। সন্ধ্যা রানীর নিরাপত্তা নিশ্চিতসহ অপরাধীদের সঠিক বিচার করার আশ্বাস দেন তারা।

কী ধরনের নিরাপত্তা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার সঞ্জিব কুমার রায় বলেন, সন্ধ্যা রানী আজ থেকে তার বাড়িতেই থাকবেন। যে ধরনের নিরাপত্তা তিনি চান, তাকে সে ধরনের নিরাপত্তাই দেওয়া হবে। ফোনে আমরা সব সময় তার খোঁজখবর রাখব। সকালে ও বিকেলে একবার করে পুলিশ এসে তার সঙ্গে দেখা করবে।

মামলার এজাহারে কোনো দুর্বলতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, যে ঘটনা ঘটেছে সে অনুসারে মামলায় ধারা বসানো হয়েছে। তদন্তে যদি আমরা দেখি এর চেয়েও কঠিন অপরাধ সংঘটিত হয়েছে, তবে আমরা পুলিশ প্রতিবেদনে কঠিন ধারা যোগ করে দিতে পারব।

টাঙ্গাইল জেলা প্রশাসক আতাউল গনি বলেন, যারা অন্যায় করেছে, আইন অনুসারে তাদের বিচার অবশ্যই হবে। আসামিরা আদালতের মাধ্যমে জামিন পেলেও আমাদের পর্যবেক্ষণের বাহিরে চলে যায়নি। আমরা জানতে পেরেছি তার (সন্ধ্যা) ঘরবাড়ি নেই, যা আছে তা বন বিভাগের সম্পত্তি। মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের একটি পাকা ঘর ৩০ দিনের মধ্যে তাকে দেওয়া হবে। আমরা সরকারের পক্ষ থেকে তার অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করব। আজ সাময়িকভাবে আমার ও পুলিশ সুপারের পক্ষ থেকে ২০ হাজার টাকা তাকে দেওয়া হলো। সরকারি সব ধরনের সুযোগ-সুবিধা তাকে দেওয়া হবে।

এ সময় উপস্থিত স্থানীয় ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার বলেন, আসামিরা প্রভাবশালী তাই জামিনে মুক্ত হয়ে ভুক্তভোগীকে গ্রামছাড়া করার হুমকি দিয়ে যাচ্ছেন। তার এমন বক্তব্যে জেলা প্রশাসক চেয়ারম্যানকে পরিবারটির নিরাপত্তাহীনতার বিষয়ে একটি প্রত্যয়ন দিতে বলেন।

এদিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে পাশে পেয়ে ন্যায়বিচার পাওয়ার আশায় বুক বাঁধেন সন্ধ্যা রানী। তিনি বলেন, আমি শুধু নির্যাতনের উপযুক্ত বিচার চাই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme