সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

সোনালী ব্যাংকের টাকা আত্নসাতের এলাকায় মাইকিং নিরাপত্তায় পুলিশ মোতায়েন

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখায় গ্রাহকের সঞ্চয়পত্রের টাকা  আত্নসাতের  অভিযোগ উঠেছে সাবেক ম্যানেজারের বিরুদ্ধে। এ ঘটনায় মাইকিং করায় ব্যাংকে পুলিশ মোতারেন করা হয়। পরে ভুক্তভোগী গ্রাহকরা একত্রিত হয়ে ইউএনও কাছে প্রতিকার চেয়ে অভিযোগ করে। সোমবার (২০নভেম্বর ) দুপুরে সোনালী ব্যাংকের অর্ধশতাধিক গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেন। পরে কার্যালয়ের সামনে সমাবেশ করে ভুক্তভোগীরা। এতে নেতৃত্ব দেন গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার। এর আগে ১৯ নভেম্বর গোবিন্দাসী এলাকায় ভুক্তভোগীরা একত্রি হওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়। এদিকে ভুক্তভোগীদের মাইকে ঘোষনা দিয়ে একত্রিত হওয়ার সংবাদ পেয়ে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের নিরাপত্তার জন্য গোবিন্দাসী পুলিশ ফাঁড়ির নিকট নিরাপত্তার চায় তারা। পরে ব্যাংকের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করে। জানা যায় অভিযুক্ত শহিদুল ইসলাম ম্যানেজার হিসেবে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখায় ২০২০ সালে যোগদান করে। এরপর দীর্ঘ ৩ বছর ২ মাস সেখানে কর্মরত ছিলেন তিনি। এই দীর্ঘ সময়ে তথ্য প্রযক্তিতে অভিজ্ঞ শহিদুল ইসলাম কৌশলে ১৩০ জনের সঞ্চয়পত্রের টাকা লুজ চেকের ( জরুরী উত্তোলনের জন্য  একক পাতা) মাধ্যামে অন্য এ্যাকান্টে ৫ কোটি ১১ লক্ষ টাকা সরিয়ে নেন। এছাড়া উপজেলার গাবসারার হত দরিদ্রদের ভাতা ৬ লক্ষ ৮১ টাকা গায়েব করেছেন এমন অভিযোগ পাওয়া যায় ভুক্তভোগীদের নিকট থেকে। অভিযোগ পাওয়া যায় অভিযুক্ত ম্যানেজার শহিদুল ইসলাম তার বড় ভাই মহির উদ্দিনের তালুকদার  এগ্রো ফার্ম কালিহাতী উপজেলার আদাবড়ী গ্রামের খালেদা বেগম ও তার বন্ধুদের এ্যাকাউন্ট ব্যবহার করে টাকা আতœসাৎ করেন। টাকা আত্নসাতের অপরাধে ইতোমধ্যেই ব্যাংক কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে। এদিকে ভূক্তভোগী গ্রাহকরা বলেছেন দীর্গদিন হলো ব্যাংকের তৎকালীন ম্যানেজার শহিদুল ইসলাম ৫ কোটির বেশি টাকা আত্নসাত করেছেন। এখনও কেউ টাকা ফেরত পাননি । ওই ম্যানেজারের বরখাস্ত ছাড়া আর কোনো শাস্তি হয়নি। তিনি এখনও প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা টাকা ফেরত চাই। গোবন্দিাসী শাখার সোনালী ব্যাংক ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, এলাকায় মাইকিংয়ের ঘটনায় ব্যাংকের নিরাপত্তায় পুলিশের সহোযোগীতা চাওয়া হয়। পরে ব্যাংকে পুলিশ মোতায়েন করা হয়। গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের দুলাল হোসেন চকদার বলেন, গ্রাহকদের একত্রিত হওয়ার জন্য এলাকায় মাইকিং করা হয়েছিল।টাকা না পেয়ে গ্রাহকরা হতাশ। সব গ্রাহক গিয়ে ইউএনওকে জানিয়েছেন। তিনি ব্যাবস্থা নেওয়ার আশ্বা দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বেলাল হোসেন বলেন, গ্রাহকরা তাদের সঞ্চয়প্রত্রের টাকা আত্নসাতের বিষয়টি নিয়ে অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখব।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme