সংবাদ শিরোনাম:

টাঙ্গাইল জেলা প্রশাসন ও গণশিক্ষা কার্যক্রমের কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৬৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল জেলা প্রশাসন ও গণশিক্ষা কার্যক্রমের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ মার্চ) জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্দিরভিত্তিক ও গণশিক্ষা কার্যক্রম ৫ম পর্যায়ের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে “মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পন্ন জাতি গঠনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের ভূমিকা” শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ও সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। কর্মশালায় জেলার বিভিন্ন মন্দিরের গণশিক্ষক অংশ নেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme