প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
শুক্রবার রাতে টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মো: শফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকার রাবনা হামিদ এন্ড কোম্পানী ২ ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে একটি মিনি পিকআপ আটক করে। এসময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে পিকআপ থেকে ৭৩০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সেলিমাবাদ খানপাড়া এলাকার মৃত রিফাত শেখের ছেলে মো: মামুনুর রশিদ মামুন ও একই জেলার বাবুপুর মধ্যপাড়া এলাকার আজাহার আলীর ছেলে মো: মরিফ উদ্দিন ওরফে শরিফ।
আটককৃতদের জিঞ্জাসাবাদে জানায় তারা চাঁপাইনবাবগঞ্জ হতে আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল সংগ্রহ করে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। তাছাড়া দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ পূর্বক ঢাকা শহর এলাকাসহ বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে।