সংবাদ শিরোনাম:

সখীপুরে মাদক সহ গ্রেফতার এক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৬৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর : সখীপুরে ইয়াবা সহ মো: আল আ‌মিন (৩০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত উপজেলার বড়চওনা পূর্বপাড়া গ্রামের সৈয়দ লুৎফর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (১৬ মে) উপজেলার বড়চওনা পূর্বপাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমির হোসেন জানান, উপ-পরিদর্শক (এসআই) জাহেদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে বড়চওনা পূর্বপাড়া জ‌নৈক দুলাল সরকা‌রের দোকা‌নের সাম‌নে মাদক বিরোধী অভিযান চালায়।

এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী মো: আল আ‌মিন কে গ্রেফতার করে। পরে তাকে তল্লাশী চালিয়ে ১০০ পিচ ইয়াবা ট্যাব‌লেট উদ্ধার করা হয়।

সে দীর্ঘ দিন যাবৎ সখীপুর ও এর আশপাশ এলাকায় মাদক বিক্রি সহ বিভিন্ন বয়সের যুবকদের মাদক সেবনে উদ্বূদ্ধ করে আসছে।

সখীপুর থানা পুলিশের মাদক সহ সকল প্রকার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

বৃহস্পতিবার গ্রেফতারকৃতকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল-হাজতে প্রেরণের নিদের্শ দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme