সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
টাঙ্গাইলে রহস্যজনক কারণে আ’লীগের বর্ধিত সভা দেরীতে শুরু

টাঙ্গাইলে রহস্যজনক কারণে আ’লীগের বর্ধিত সভা দেরীতে শুরু

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে রোববার সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বর্ধিত সভার আয়োজন করে সদর উপজেলা জেলা আওয়ামী লীগ। নির্ধারিত সময়ে সভায় অংশ নিতে ৯ টা ৪৫ মিনিট হতে নেতাকর্মীরা আসতে শুরু করে। এসেই কার্যালয় তালাবদ্ধ দেখে কার্যালয়ের সামনে দাড়িতে থাকে নেতা কর্মীরা।

সকাল ১১ টায় আওয়ামীলীগ কার্যালয়ে আসেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ মো.ছানোয়ার হোসেন। এমপি এসেও বেশ কিছুক্ষণ বাহিরে দাড়িয়ে থেকে জেলা সিনিয়র নেতৃবৃন্দদের সাথে মুঠো ফোনে কথা বলে ১১ টা ১০ মিনিট পর কার্যালয় খুলে দেয়া হয়। খোলার পর শুরু হয় সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা।

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা বলেন, সকাল ১০ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আমাদের বর্ধিত সভা ছিলো। কার্যালয়ে আসার পর দেখতে পাই দরজা তালাবদ্ধ। কে তালা দিয়েছে? কেন দিয়েছে এ বিষয়ে কিছুই বলতে পারবো না।


এ বিষয়ে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান বলেন, সকালে এসেই অফিস তালাবদ্ধ দেখি। সদর উপজেলার সাবেক সভাপতি এডভোকেট খোরশেদ আলমকে বর্ধিত সভায় না রাখায় এমন ঘটনা ঘটেছে। পরে সদর আসনের এমপি ছানোয়ার হোসেন শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে কথা বলে তালা খোলার ব্যবস্থা করেন।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খানসহ শতাধিক নেতাকর্মী।

উল্লেখ্য, গত ১৯ মার্চ সোমবার সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় বিদ্রোহী প্রার্থী হওয়ায় টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840