সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
টাঙ্গাইলে অতিরিক্ত বাস ভাড়া নেয়ার অভিযোগ

টাঙ্গাইলে অতিরিক্ত বাস ভাড়া নেয়ার অভিযোগ

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বাস ভাড়া বৃদ্ধিতে অতিষ্ঠ হয়ে উঠেছে র্কমস্থলে ফেরা যাত্রীরা। ছুটি শেষে ঢাকা যাওয়া যাত্রীদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া, এতে অতিষ্ঠ যাত্রীরা। তাই ভাড়া বৃদ্ধির প্রবণতামুক্ত পরিবহন আইন দাবি তুলছেন যাত্রীরা।

বাস মালিক সমিতি সূত্রে জানা যায়, টাঙ্গাইল বাস ও মিনিবাস মালিক সমিতির বাস সংখ্যা ৮ শতাধিক। এর মধ্যে রাজধানীর কল্যাণপুর থেকে টাঙ্গাইল এবং টাঙ্গাইল থেকে ঢাকা এ সড়কে চলাচলরত এসি বাসের সংখ্যা ১২টি।
এছাড়া সরাসরি নন এসি বাস নিরালা সুপার সার্ভিসের বাস সংখ্যা ৫৩টি, ধলেশ্বরী বাসের সংখ্যা ৫৬টি, আর ঝটিকা বাসের সংখ্যা ১৪টি, এর মধ্যে সোনিয়া আর সকাল-সন্ধ্যা নামে দুটি এসি বাস গাড়ির নির্ধারিত ভাড়া ২৫০ টাকা, নিরালা সুপারের ভাড়া ১৬০ টাকা, ধলেশ্বরী ১৩০ ও ঝটিকা সার্ভিসের ভাড়া ১৩০ টাকা।

ভুক্তভোগী যাত্রীদরে অভিযোগ, রাজধানী ঢাকার প্বার্শবর্তী জেলা টাঙ্গাইল। প্রায় ৫০ লাখ মানুষের আবাসস্থল এ জেলায়। জেলার বিপুলসংখ্যক মানুষ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চাকরি অথবা ব্যবসা করেন। সারাবছর পরিবারের পাশে থাকতে না পারলেও বছররে দুই ঈদরে ছুটিতে বাড়ি ফিরেন জেলার কর্মজীবি মানুষগুলো। তবে প্রতি ঈদেই এভাবে বাসভাড়া বৃদ্ধি ফলে চরম হয়রানির শিকার হন তারা।

মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসনে জানান, অন্যান্য জেলার মতো টাঙ্গাইলে বাসভাড়া বৃদ্ধি পায়নি, এসি সার্ভিসের ১৫০ ও নন এসি সার্ভিসের নিরালা সুপারে ৯০, ধলেশ্বরী ৭০ ও ঝটিকা বেড়েছে মাত্র ২০ টাকা।
তবে এ ভাড়া বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে তার দাবি টাঙ্গাইল থেকে ঢাকাগামী এই বাসগুলো বাস ভাড়ায় গেলেও ঢাকা থেকে সর্ম্পূণ যাত্রীশূন্য হয়ে ফিরছে।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো.শহিদুল ইসলাম জানান, ভাড়া বৃদ্ধি না করার জন্য মালিক ও শ্রমিক সমিতিকে নির্দেশ দেয়া হয়েছে। ভাড়া বৃদ্ধি মাধ্যমে যাত্রী হয়রানি বন্ধ করতে হবে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840