সংবাদ শিরোনাম:

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় নিহতের লাশ নিয়ে টানাটানি

  • আপডেট : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ৭৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী : কালিহাতীতে সিএনজি চালিত অটোরিকসা এবং ব্যাটারি চালিত অটোরিক্সার সংঘর্ষে চালক নিহত ও পাঁচ যাত্রী আহত হয়েছেন। বুধবার দুপুরে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের কালিহাতী উপজেলার ফুলতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত চালক আব্দুর রাজ্জাক (৩৫) গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বর্শিলা গ্রামের ভাজন আলীর ছেলে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে নিহত চালকের মুখ থেতলে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করা কঠিন হয়ে পরে। এলাকার মানুষ দেখার পর উপজেলার নারান্দিয়ার বারু মিয়ার ছেলে সিএনজি চালিত অটোরিক্সা চালক সাগরের লাশ বলে দাবী করেন।

এ খবর ছড়িয়ে পড়লে সাগরের বাড়ীতে শোকের ছায়া নেমে আসে। পরে সাগরের লাশ ভেবে রাজ্জাকের লাশ সাগরের বাড়ীতে নিয়ে যায় পরিবারের সদস্যরা।

এ নিয়ে উপজেলার দু’টি বাড়ীতে শোকের ছায়া নেমে আসে।পরে লাশ সনাক্ত হলে রাজ্জাকের পরিবার নিয়ে যায়।

কালিহাতী থানার এসআই ওহাব মিয়া জানান , লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর নিহত চালক আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা সাগরের বাড়ী থেকে লাশটি নিয়ে গেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme