সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
কালিহাতীতে স্কুল ছাত্রের উপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

কালিহাতীতে স্কুল ছাত্রের উপর হামলাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে স্কুল ছাত্র হৃদয় মোল্লা সন্ত্রাসী হামলার শিকার হয়ে ঢাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হামলাকারীদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। হৃদয় উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং রাজাবাড়ী গ্রামের ট্রাক চালক শহিদুল ইসলামের ছেলে।

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী প্রমূখ।

বক্তরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে সবুজ, সজীব, রাফিসহ হৃদয়ের উপর হামলাকারীদের গ্রেফতার না করা হলে কঠিন আন্দোলন করা হবে। পরে কালিহাতী থানার ওসি তদন্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করা হয়।

জানা যায়, গত ২৪ জুন বিকালে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ১৫-২০ জনের একদল যুবক র‌্যাগিং করে হৃদয়কে রড, স্ট্যাম্প ও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলজে হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

ঘটনার পরেরদিন হৃদয়ের পিতা শহিদুল ইসলাম সবুজ, সজীব, রাফিসহ ১০-১২ আসামী করে কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার তিনদিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি। এদিকে হৃদয়ের উপর অমানবিক হামলার ঘটনায় সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে উঠেছেন। ফেসবুকে চলছে নিন্দার ঝড় ও নানা সমালোচনা। হৃদয়ের পিতা শহিদুল ইসলাম বলেন, আমার ছেলেকে যারা আমানবিকভাবে মেরেছে তাদের কঠিন শাস্তি চাই।

এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল করিম বলেন, হৃদয়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিদ্যালয় থেকে বহিস্কার করা হবে।

কালিহাতী থানার অফিসার ইনাচর্জ (ওসি তদন্ত) নজরুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করি খুব দ্রুত গ্রেফতার হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840