সংবাদ শিরোনাম:

মির্জাপুরে ফেনসিডিলসহ গ্রেফতার এক

  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৭৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে কুলসুম বেগম (৩৭) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।সে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজান গ্রামের মোঃ রাজিব উদ্দিনের স্ত্রী ।

রোববার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়।

এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী জে.বি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme