সংবাদ শিরোনাম:
রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প
বাসাইলে গৃহবধুকে হত্যার পর লাশ হাসপাতালে রেখে স্বামী ও শ্বশুর-শ্বাশুরী উধাও

বাসাইলে গৃহবধুকে হত্যার পর লাশ হাসপাতালে রেখে স্বামী ও শ্বশুর-শ্বাশুরী উধাও

এম শহিদুল ইসলাম বাসাইল : বাসাইলে শ্বশুরবাড়ীর ওয়ারিশ বিক্রির টাকা না পেয়ে দুই সন্তানের জননী গৃহবধূ স্বপ্নাকে বর্শার আঘাতে হত্যা করেছে পাষন্ড স্বামী শাহীনুর রহমান (৩৫)।

এ ঘটনার পর গৃহবধূর লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেখে স্বামী শাহীনুর, তার বাবা আব্দুস সামাদ ও মা তারা বানু পালিয়ে যায়।

নিহত গৃহবধুর নাম স্বপ্না আক্তার (২৭)। তিনি উপজেলার ভ্রাহ্মণপাড়িল গ্রামের সাবেক ইউপি সদস্য মুন্নান মিয়ার মেয়ে। স্বপ্না দুই সন্তানের জননী।

শনিবার ( ৫অক্টোবর) ভোরে উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় ১২ বছর আগে স্বপ্না আক্তারের একই উপজেলার কাশিল ইউনিয়নের স্থলবল্লা গ্রামের আব্দুছ ছামাদের প্রবাসী ছেলে শাহীনুর রহমানের সাথে বিয়ে হয়।

বিয়ের পর কয়েক বছর ভালই চলছিল তাদেও দাম্পত্যজীবন। এরই মধ্যে তাদের ঘরে দুই পুত্র সন্তানের জন্ম হয়। এমতাবস্থায় শাহীনুর বিদেশ থেকে দেশে চলে আসে।

তারপর শাহীনুর রোজি-রোজগার বন্ধ করে দিয়ে মাদকসেবনে জড়িয়ে পড়ে। আয় রোজগারহীন শাহীনুর এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ে।

মাদকসেবী শাহীনুর বিভিন্ন সময় স্বপ্নাকে তার বাবার বাড়ি থেকে টাকা আনার চাপ দেয়। স্বামীর চাহিদা পুরণ করতে স্বপ্না তার বাবার বাড়ি থেকে কয়েক ধাপে টাকা এনে দেয়। তাতেও স্বামী শাহীনুরের মন ভরে না।

সম্প্রতি শাহীনুর তার স্ত্রীকে বাবার বাড়ির ওয়ারিশ বিক্রি করে টাকার আনার জন্যও চাপ প্রয়োগ করে।

স্বপ্না তার স্বামীর ঔদাসিন কর্মকান্ড দেখে দুটি পুত্রসন্তানের ভবিষ্যত চিন্তা করে তার শেষ সম্বল বাবার বাড়ির ওয়ারিশ আনতে অসম্মতি প্রকাশ করে। আর তখনই শুরু হয় স্বামীর অবর্ননীয় নির্যাতন।

সপ্তাহ খানেক আগে স্বপ্নাকে তার স্বামী শারিরীক ও মানষিক নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

পরে স্বপ্নার শ্বশুর-শ্বাশুরী পুত্রবধূ স্বপ্নাকে বুঝিয়ে-সুঝিয়ে আবার তার বাবার বাড়ি থেকে নিয়ে আসে।

গত শনিবার ৫ অক্টোবর ওয়ারিশ বিক্রি করে টাকা না আনলে স্বপ্নাকে মেরে ফেলার হুমকি দেয়। এরই এক পর্যায়ে শাহীনুর বর্শা দিয়ে স্ত্রী স্বপ্নাকে উপর্যোপরি আঘাত করে হত্যা করে।

নিহত স্বপ্নার বাবা মুন্নান মেম্বার জানান- ‘জমি বিক্রি করে টাকা না দেয়ার কারণে স্বপ্নাকে তার স্বামী ও শ্বশুড়-শ্বাশুড়ি মিলে বর্শা দিয়ে উপর্যোপরি আঘাত করে হত্যা করে হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতাল থেকে খবর দিলে আমাদের ফোন করে জানায়। গিয়ে দেখি লাশ পড়ে আছে। এসময় শাহীনুরসহ ওই পরিবারের কেউ হাসপাতালে ছিল না। আমার মেয়েকে নির্মমভাবে যারা হত্যা করেছে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

এদিকে স্বপ্নার শ্বশুড় বাড়িতে সরেজমিন গিয়ে দেখা গেছে- পরিবারের সবাই বাড়ি থেকে পালিয়ে গেছে। অপরদিকে স্বপ্নার বাবার বাড়িতে চলছে মেয়ে হারানোর শোকের মাতম।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম তুহীন আলী জানান, ‘স্বপ্নাকে বর্শা দিয়ে তার স্বামী একাধিক আঘাত করে হত্যা করে। পরে লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেখে তারা পালিয়ে যায়। লাশ মর্গে রয়েছে। এঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840