টাঙ্গাইল সদর হাসপাতালের ছয় দালালের দন্ড

টাঙ্গাইল সদর হাসপাতালের ছয় দালালের দন্ড

প্রতিদিন প্রতিবেদক : রোগী ও তাদের আত্নীয় স্বজনদের আথির্ক সহ নানা ভাবে হয়রানী বন্ধে রোববার (১৩ অক্টোবর) টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এ সময় ছয় দালালকে আটক করা হয়।পরে তাদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে অপরাধ অনুযায়ী আথির্ক দন্ড সহ বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলো, আরিফ, মিঠু, ফরহাদ, মিজান, হাবিব ও কবির।

এসময় উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আব্দুল করিম, নির্বাহী ম্যাজিট্রেট সূচী রানী সাহা, সদর ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন, সদর হাসপাতাল পুলিশ বক্সের এএস আই নবীন হোসেন সহ অন্যান্যরা।

দন্ডপ্রাপ্তরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা দীর্ঘ
দিন যাবৎ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের আত্নীয় স্বজনদের নানা ভাবে হয়রানী করে আসছে।

এছাড়াও সুযোগ বুঝে রোগীর মোবাইল ছিনতাই ও চুরি সহ দূর-দূরান্ত থেকে আসা রোগীদের জোট বদ্ধ ভাবে দালালরা নানা ভয়-ভীতি দেখিয়ে ছিনতাই ও লুটপাট করে আসছে জানান রোগীরা।

গোপন সংবাদের ভিত্তিত্বে সদর ফাঁড়ির পুলিশ ভ্যাম্যমান আদালতের মাধ্যমে তাদের আপটক করে দন্ড প্রদান করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840