সংবাদ শিরোনাম:

মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ।।ধর্ষক আটক

  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৭১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে চাল গুড়া করতে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় চাল কলের মালিক ধর্ষক বুদ্দু মিয়া (৫৫) কে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা বাজারে চাল কলের ভেতরে এ ঘটনা ঘটে। আটক বুদ্দু মিয়া কদিম ধল্যা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার সকালে ওই ছাত্রী কদিম ধল্যা বাজারে বুদ্দু মিয়ার চাল কলে চাল গুড়া করতে যায়। ছাত্রীকে একা পেয়ে লম্পট বুদ্দু মিয়া তাকে চাল কলের ভেতরে জোর করে ধর্ষণ করে।

ঘটনা জানাজানি হলে স্থানীয় একটি প্রভাশালী মহল ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য সালিশের চেষ্টা করে। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে ধর্ষিতা ছাত্রীকে উদ্ধার এবং ধর্ষক বুদ্দু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, ধর্ষক বুদ্দু মিয়াকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme