সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

সখিপুর থেকে ঝুঁকি নিয়ে চলছে ট্রাক

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৮৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর থেকে ২৫ থেকে ৩০টি ট্রাক বাঁশ অভারলোড করে ঝুঁকি নিয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হচ্ছে।

এ জন্য সড়ক খরচ বাবদ সড়কের বিভিন্ন থানা, ট্রাফিক পুলিশ, বনবিভাগকে ট্রাক প্রতি দিতে হয় ৩০/৩৫ হাজার টাকা। কোন স্পটে কত টাকা দিতে হবে পূর্ব থেকেই নির্ধারিত থাকে। এভাবে প্রতি মাসে কোটি টাকা চাঁদা আদায় করা হচ্ছে। উপজেলার বড়চওনা, কালিয়া, কচুয়া এলাকার কয়েকজন বাঁশ ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে।

গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ডিমান্ড বেশী থাকায় কিছুদিন ট্রাকে বাঁশ পরিবহন বন্ধ ছিল। ডিমান্ড কমানোর পর পূনরায় বাঁশ পরিবহন শুরু হয়েছে। সখিপুর থেকে দৈনিক ২৫/৩০ট্রাক বাঁশ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ট্রাকে পরিবহন করা হচ্ছে।

ট্রাকে ধারন ক্ষমতার চেয়ে অতিরিক্তি বাঁশ পরিবহন করায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে।

উপজেলার শোলা প্রতিমা ও প্রতিমাবংকী এলাকায় গলা ও মাথায় বাঁশ ঢুকে দুইজন মারা গেছে। বাঁশের ট্রাকের কারনে সড়কে দূর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ও যানজটে নাকাল হচ্ছে অন্যান্য পরিবহনের যাত্রীগন।

থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের চাঁদাবাজির কারনে ট্রাক ড্রাইভার ও বাঁশ ব্যবসায়ীরা আইনের কোন তোয়াক্কা করছে না। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বাঁশ ব্যবসায়ী বলেন,থানা পুলিশ ও ট্রাফিক ম্যানেজ করেই ধারনক্ষমতার চেয়ে বেশী বাঁশ নিয়ে আস্তে আস্তে ট্রাক ঢাকা যায়।

বাঁশের ট্রাক ড্রাইভার বলেন,ট্রাকের পিছনে বাঁশ রাস্তায় ঘেঁষে যাওয়ায় ও অন্যান্য যান বাহনের চেয়ে ধীরগতিতে চলার কারনে প্রায়ঃশই বড় ধরনের দূর্ঘটনা ঘটছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সু-দৃষ্টি কামনা করেছেন সাধারন যাত্রীগন ও ভুক্তভোগীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme