সংবাদ শিরোনাম:

কালিহাতীতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৮১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক কালিহাতী: কালিহাতীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত পৌনে ৮ টার দিকে উপজেলার আউলিয়াবাদ মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের লাল মাহমুদ ওরফে লালে (৫৫) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৫০)।

এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, নিহতদের দুই ছেলে আনোয়ার এবং আমিনুল সৌদিতে থাকে। ওই দুই ছেলে প্রতিনিয়তই মায়ের নামে টাকা পাঠাতো। কিন্তু ওই টাকা আনোয়ারা তার স্বামী লাল মাহমুদকে ঠিক মতো না দিয়ে খরচ করতো।

এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। এই জের ধরে আজ সন্ধ্যার পর প্রথমে ঘরের দরজা বন্ধ করে স্বামী লাল মাহমুদ তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরে লাল মাহমুদ নিজেই ঘরের ধর্ণার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ খবর পেয়ে ঘরের টিন কেটে আনোয়ারা বেগমের রক্তাক্ত লাশ ঘরের মেঝে থেকে এবং লাল মাহমুদের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme