মো.নূর আলম গোপালপুর: গোপালপুরে ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২৯০জন অসহায় দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলামা তালুকদার সোমবার (০৬ জানুয়ারি) সকাল ১১টায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও ইউনিয়ন তদারকি কর্মকর্তা মো. আবু কায়সার রাসেল, ইউপি সচিব মো. রফিকুল ইসলাম খান, বিশিষ্ট সমাজসেবক মো. শফিকুল ইসলাম, ইউপি সদস্য মো. আবদুল খালেক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। দারিদ্রদের মাঝে নভেম্বর ও ডিসেম্বর মাসের চাল বিতরণ করা হয়।