প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বীরনাহালি গ্রামের এলেংজানী/ঝিনুক নদীতে তিনটি অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয় প্রভাবশালী রফিক, মোশারফ, আবু সাঈদ, শহিদুল, রুবেল ও বাবুলেল নেতৃত্বে এ অবৈধ বাল উত্তোলন চলছে দীর্ঘদিন যাবৎ।
এর ফলে নদীর পাড়সহ ফসলি জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে। বর্ষা মৌসুম আসলেই দেখা দেয় অতিমাত্রার ভাঙ্গন। একারণে নদীর গতি পথ পরিবর্তন হচ্ছে। ক্ষতিগ্রস্থ হচ্ছে নদী পাড়ে বসবাসকারী লোকজন ও ফসলি জমি। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয়রা টাঙ্গাইল প্রতিদিনকে জানান, ক্ষমতাসীন দলের নাম ভাঙ্গিয়ে প্রভাবশালী কয়েকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছে। গ্রামের অসহায় মানুষ তাদের বিরুদ্ধে কোন কথা ও প্রতিবাদ করতে পারে না। প্রতিবাদ করলেই নেমে আসে নির্মম নির্যাতন।
সরোজমিনে দেখা যায়, ঘারিন্দা ইউনিয়নের গোসাই জোয়াইর বীরনাহালি গ্রামের এলেংজানী/ঝিনুক নদীতে তিনটি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। অবৈধ ড্রেজার মালিক রফিক জানান, প্রশাসনকে ম্যানেজ করে আমরা ড্রেজার চালাচ্ছি। এ বিষয়ে অবৈধ ড্রেজার মালিক রুবেলকে মুঠো ফোনে চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম জানান, এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। তবে অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।