সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

টাঙ্গাইল সদর সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির অভিযোগ

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ১১০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সদর সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী রিনা আক্তারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নানা অজুহাতে প্রকাশ্যেই সাব-রেজিস্ট্রারের নাম ভাঙ্গিয়ে চলছে অর্থ আদায়ের মহোৎসব।

টাঙ্গাইল সদর উপজেলার সাব রেজিস্ট্রার অফিসে প্রতিনিয়ত চলছে নানা অনিয়ম ও দুর্নীতি। দলিল গ্রহীতাদের অভিযোগ, বিভিন্ন কৌশল অবলম্বন করে ইচ্ছামত টাকা হাতিয়ে নিচ্ছেন সাব রেজিস্ট্রারের সহকারী রিনা আক্তার। এতে সাধারণ মানুষের দূর্ভোগ চরমে উঠেছে। একদিকে জমির শ্রেণী পরিবর্তন করে দলিল করাতে সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। ফলে সরকারের উন্নয়ন খাত ব্যাহত হচ্ছে।

অভিযোগ রয়েছে, নিয়মিত সাব-রেজিস্ট্রার না থাকায় অফিস সহকারী রিনা আক্তার অফিসের কর্তা হিসেবে সব কর্মকান্ড পরিচালনা করছেন। তার বিরুদ্ধে কোনো দলিল লেখক কথা বললে কোনো অজুহাতে তার দলিল রেজিস্ট্রি হয় না। অফিস সহকারীর এ দাপটের কারণে অতিষ্ঠ দলিল লেখকরা। অন্যদিকে টাঙ্গাইলে সাব-রেজিস্ট্রার না থাকায় এখানে খন্ডকালীন সাবরেজিস্ট্রারের দায়িত্ব পালন করায় ভোগান্তিতে পড়েছেন জমির ক্রেতা ও বিক্রেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক বলেন, দলিল করতে সহকারী রিনা আক্তারকে দলিল ইস্টিমেট বাবদ ও সরকারের ফি ছাড়াও সেরেস্তা খরচ বাবদ অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। এতে গ্রাহকরা যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে আমরাও হচ্ছি হয়রানীর শিকার।

এ ব্যাপারে সাব-রেজিস্ট্রার অফিসের সহকারী রিনা আক্তার বলেন, সেরেস্তায় আমার কিছু খরচ হয়। এ বিষয়ে সদর উপজেলার দলিল লেখক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ জহুরুল হক বলেন, অতিরিক্ত টাকার নেওয়ার বিষয়টি আমার জানা নেই।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme