সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

দেলদুয়ারে জমি সংক্রান্ত বিরোধে মুকুল রানার বাড়িতে সন্ত্রাসী হামলা

  • আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ১২০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দেলদুয়ার উপজেলার হিংগানগর বেপারী পাড়া গ্রামের মুকুল রানার বাসায় হামলা, লুট ও জবর দখলের অভিযোগ উঠেছে। মুকুল রানা হিংগানগর বেপাড়ী পাড়া গ্রামের ওহাজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আটিয়া ইউনিয়নের বারটিয়া মৌজায় ১০ শতাংশ জমি নিয়ে ঐ এলাকার গরেজ উদ্দিনের ছেলে ফজলুল হকের সাথে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বসত বাড়িতে হামলা করা হয়।

সরেজমিনে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে শনিবার দুপুরে ফজলুল হকের মেয়ের জামাই মোস্তফার নেতৃত্বে আজিজুল, মফিজুলসহ প্রায় অর্ধশতাধিক ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রবাসী মুকুল রানার বসত বাড়িতে অনুপ্রবেশ করে বাসার লোকজনকে এ্যালোপাথারি মারধর করে এবং বাসা থেকে সবাইকে বের হয়ে যেতে বলা হয়।

এসময় তাদের বাধা প্রদান করলে বাসার পুরুষ, মহিলা ও শিশুদেরকেও আহত করা হয়। এমনকি এঘটনা পুলিশ ও সাংবাদিক যদি জানে তাহলে সবাইকে হত্যার হুমকি প্রদান করে ঘরে তালা দিয়ে চলে যায় তারা। এ ব্যাপারে প্রতিবেদককে আহত ও প্রত্যাক্ষ দর্শীরা জানান, ফিল্মি স্টালে ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে ফজুলুল হকের মেয়ের জামাই হামলা করে।

এসময় ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে আটিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মুরাদ চৌধুরী জানান, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুপক্ষকে পূর্বেও চার পাঁচ বার পরিষদে বসলেও কোন মিমাংসা হয়নি। পরে তাদেরকে জমি সংক্রান্ত বিষয়ে আদালতে আইনের আশ্রয় নিতে বলা হয়।

এব্যাপারে আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুল হক ভূইয়া জানান, ঢাকায় অবস্থান করায় এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme