প্রতিদিন প্রতিবেদক বাসাইল: বাসাইল উপজেলার নাইকানীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহানুর রহমান সোহেলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল কুমুদিনী সরকারী কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক মোয়াজ্জম হোসেন ভূইয়া, ডা. সাইফুল ইসলাম, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা রাজিক, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সংগ্রাম প্রমুখ। পরে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।