প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে মোটর সাইকেল ছিনতাইকারী দলের পাঁচ সদস্যকে গ্রেফতারসহ চোরাইকৃত তিন মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ। (১৪ জানুয়ারী) মঙ্গলবার ভোরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় আসামীদের কাছ থেকে ছিনতাইকৃত তিনটি মোটর সাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত মোটর সাইকেল ছিনতাইকারী চক্রের সদস্যরা হলো শহরের প্যারাডাইস পাড়ার শামছুর রহমানের ছেলে রাসেল (২২), বেপারীপাড়ার হাবিবুর রহমানের ছেলে হাসিবুল রহমান অনুপ (২৪), বাসাখানপুরের আব্দুর রশিদের ছেলে জিহাদ হাসান (২৫), ও ছিনতাইকৃত মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সময় পশ্চিম আকুর টাকুর পাড়ার জয়নাল আবেদিনের ছেলে সাব্বির হোসেন অমিত (২৩), দেলদুয়ার উপজেলার এলাসিন এলাকার মজিদ মিয়ার ছেলে আলম মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়।
টাঙ্গাইল সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ১২ জানুয়ারী রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বীরপুশিয়া থেকে বাইসল উপজেলা ঝনঝনিয়া এলাকার ইকবাল হোসেন খানের ছেলে অনিক খানের নিকট হতে একটি মটরসাইকেল সিনতাই হয়।
মোটর সাইকেল ছিনতাইয়ের অভিযোগে অনিক খান বাদি হয়ে (১৩ জানুয়ারী) একটি মামলা করেন। সেই মামলার সুত্রধরে গোপন সংবাদের ভিত্তিতে (১৪ জানুয়ারী) ভোরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটর সাইকেল ছিনতাইকারী চক্রেরর পাঁচ আসামীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আন্ত-জেলা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে ববেও জানান তিনি। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।