সংবাদ শিরোনাম:
কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী নাগরপুরে মোকনা ইউনিয়নে বিএনপি নেতা লাভলু লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন নাগরপুর সদর মীরনগর যুব সংঘ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ বছরেও শেষ হয়নি ২৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ, লাপাত্তা ঠিকাদার

সখিপুরে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ

  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৭৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর: সখিপুরে নাসির উদ্দিন (৪০) নামের এক ধর্মীয় শিক্ষকের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষন করার অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (০৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে স্থানীয় কাকার্থা রামখা বাজারস্থ ওই শিক্ষকের এলাচি এন্টারপ্রাইজ নামক মনোহরী দোকানের ভেতর এ ধর্ষনের ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়।

এ ঘটনার পরক্ষনেই বিক্ষুব্ধ এলাকাবাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে। এ ব্যাপারে মেয়েটির চাচা আনন্দ ক্যাবল ভিসনের মালিক লুৎফর রহামান বাদী হয়ে অভিযুক্ত ওই শিক্ষককে আসামি করে সখিপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

শিক্ষক মৌলভী নাসির উদ্দিন সখিপুর পৌরসভার কাকার্থা রামখাপাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে এবং কাহারতা উচ্চ বিদ্যালয়ের সহকারী (ধর্মীয়) শিক্ষক। ঘটনার পর থেকে মেয়েটি লজ্জায় আর বিদ্যালয়ে যাচ্ছে না। অন্যদিকে অভিযুক্ত ওই শিক্ষকও মোবাইল ফোন বন্ধ করে পালিয়ে বেড়াচ্ছে। তবে ওই শিক্ষকের ভাই শিক্ষক আনিসুর রহমান ঘটনাটি ষড়যন্ত্রমূলক বলে দাবী করেন।

মেয়েটির চাচা জানান, গত বুধবার দুপুরের দিকে মেয়েটি ওই শিক্ষকের দোকানে কেনাকাটা করতে যায়। এক পর্যায়ে মেয়েটিকে ওই শিক্ষক দোকানের ভেতরে নিয়ে দোকান ঘরের সাটার বন্ধ করে জোরপূর্বক ধর্ষন করে। মেয়েটি চিৎকার করলেও আশপাশের দোকান বন্ধ থাকায় কেউ এগিয়ে আসেনি।

আনুমানিক দুই ঘণ্টা পর পাশের এক দোকানদার মেয়েটির চিৎকারের শব্দ শুনে বাজারের লোকজনকে বিষয়টি অবগত করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা ওই দোকান ঘরের সাটার খুলে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় ওই শিক্ষক দোকান ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত শিক্ষকের দোকানে তালা ঝুলিয়ে দেয়।

তিনি আরো বলেন, পরিবারের সম্মানের কথা ভেবে ও গ্রামের মাতাব্বরদের অনুরোধে বিষয়টি মাংসার চেষ্টা হওয়ায় মামলা করার জন্য আমরা সঠিক সময়ে থানায় যেতে পারিনি। তবে বুধবার বিকালে থানায় থেকে অফিসার এসেছিল-এখন বাদ্য হয়েই থানায় যেতে হবে। অভিযুক্ত শিক্ষক মৌলভী নাসির উদ্দিনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

পরে তার বাড়িতে গেলে সে বাড়িতে থাকা সত্তে¡ও বাড়ির লোকজন জানায় সে বাড়িতে নেই। ঘটনার পর থেকে মেয়েটি বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন স্বীকার করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, মেয়েটির চাচা আমার কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে তাঁর ভাতিজিকে ধর্ষনের বিষয়ে মৌখিকভাবে অভিযোগ দেন। অভিযোগ পেয়ে তিনি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিকে বিষয়টি অবগত করেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত সিকদার বলেন, ঘটনাটি জেনেছি প্রধান শিক্ষককে বলেছি ম্যানেজিং কমিটির মিটিং ডাকার জন্য মিটিং শেষে তদন্ত কমিটি গঠন করা হবে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সখিপুর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) মো.আমির হোসেন বলেন, এ ঘটনায় মৌখিক অভিযোগ পেয়ে তদন্তের জন্য পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme