সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

কালিহাতীতে অবঃপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে হামলা

  • আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৫৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: কালিহাতী পৌরসভার হরিপুর গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য হালিম তালুকদারের বাড়ীতে ভাংচুর, হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। একই গ্রামের শুকুর মাহমুদ, ছনি তালুকদার, রনি তালুকদার, মালেক তালুকদারসহ ১৫ থেকে ২০ জন মিলে এ হামলা চালিয়েছে বলে দাবি জানান বাদী পক্ষ ।

এঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য বাদী হয়ে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের দায়িত্ব দেন। মামলা করার পর থেকে হামলাকারীদের ভয়ে নিরাপত্তাহীনতায় বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বাদীর পরিবার।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী পৌরসভার হরিপুর গ্রামের মৃত. আ: কাদেরের ছেলে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম তালুকদারের সাথে দীর্ঘদিন যাবত একই গ্রামের শুকুর মাহমুদ, মালেক তালুকদার ও রনি তালুকদারদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

সম্প্রতি ওই বিরোধের জের ধরে জমি বাবদ অবসরপ্রাপ্ত সেনা সদস্যের কাছে তিন লক্ষ টাকা দাবী করেন। দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় তার বসতবাড়ী ভাংচুর ও তাকে পিটিয়ে আহত, স্ত্রীকে শ্লীলতাহানী ও মেয়েকে চরথাপ্পর দিয়ে তার কানের দুল, গলার চে্ইন ছিনিয়ে নেয়।

এরপর বাড়ীর আসবাবপত্র ভাংচুর করে ঘরে থাকা নগদ ৪৫ হাজার টাকা নিয়ে চলে যায়। এ বিষয়ে মামলা করলে দেখে নেবে বলে হুমকি দেয়। স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এসব করায় এলাকাবাসী মুখ খুলতে সাহস পায়নি। এ ঘটনা ও তাদের দ্বারা নির্যাতিত ওই এলাকার ১৫ ব্যক্তি প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর দপ্তরসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরে আবেদন করেছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা টাঙ্গাইল পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনের এসআই হাবিবুর রহমান জানান, মামলাটির তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এ বিষয়ে আর কিছু বলা যাচ্ছে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme