সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত  মাওলানা ভাসানীর মাজারের দানবাক্সে মিলল ২ লক্ষ ৮৩ হাজার টাকা টাঙ্গাইলে বেপরোয়া গতির বালুবাহী ট্রাক্টর কেড়ে নিল সিএনজি যাত্রীর প্রাণ ধনবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানে লড়ছেন ;মিনা লিপি মাভাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের শরবত পান করালেন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ এসোসিয়েশন মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত টাঙ্গাইলে কাগজপত্র সঠিক না থাকায় ৩ বাসের জরিমানা জেলা প্রশাসন ও বি আর টি টাঙ্গাইলের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত
টাঙ্গাইলে শাহীন ‍স্কুল এন্ড কলেজের দিনব্যাপি পিঠা উৎসব

টাঙ্গাইলে শাহীন ‍স্কুল এন্ড কলেজের দিনব্যাপি পিঠা উৎসব

tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গ্রাম বাংলার ঐতিয্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপি পিঠা উৎসবে শত শত নারী পুরুশ আর শিশুদের এক মিলন মেলায় পরিনত হয়। পিঠার বিভিন্ন স্টলে ক্রেতা-বিক্রেতার পদচারনায় মুখরিত হয়ে উঠে শহীদ স্মৃতি পৌর উদ্যান। অর্ধশত পিঠার স্টলে গ্রাম বাংলার ঐতিয্য বাহারি পিঠার পশরা সাজায় আয়োজকরা।

শাহীন স্কুল এন্ড কলেজের উদ্যোগে পিঠা উৎসের পাশাপাশি সাংস্কৃতিক প্রতিযোগিতা, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুপুরে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য মো.ছানোয়ার হোসেন।

এর আগে সকালে দিন ব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন ও জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানমসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।

এ ধরনের একটি উৎসবে মানুষের অংশগ্রহন ও স্বতস্ফুর্ততা দেখে মুগ্ধ হন আয়োজক ও অতিথিরা। নতুন প্রজন্মের কাছে গ্রাম বাংলার ঐতিয্য হারিয়ে যাওয়া বাহারি পিঠাকে পরিচিত করে তুলতে আগামীতে দুইদিনব্যাপি পিঠা উৎসবের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আয়োজক ও শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাছুদুল আমীন শাহীন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840