সংবাদ শিরোনাম:
ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন শোকেসিং’ অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ
মির্জাপুরে আ’লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন মাদক ব্যবসায়ী

মির্জাপুরে আ’লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন মাদক ব্যবসায়ী

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : আওয়ামীলীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন এক মাদক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দাচালা গ্রামে।

পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মাদক ব্যবসায়ী খলিল মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫) লতিফপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম আলহাজের বাড়িতে ২শ পিস ইয়াবা রয়েছে বলে পুলিশকে গোপনে খবর দেয়।

পরে তার কথা মতো মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ দল আওয়ামীলীগ নেতার বাড়িতে তল্লাশী চালায়। কিন্ত পুলিশ ওই বাড়ি থেকে কোন মাদক উদ্ধার করতে না পারায় খবর দাতা রুবেল সম্পর্কে পুলিশের সন্দেহ হয়।

এক পর্যায়ে রুবেলকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেহ তল্লাশী করে প্যান্টের দুই পকেট থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুর্ব শত্রু তার জের ধরে আওয়ামীলীগ নেতাকে ফাঁসানোর জন্য রুবেল এই পরিকল্পনা করে বলে পুলিশের কাছে স্বীকার করে।

তার এ পরিকল্পনায় একই গ্রামের মিজান নামে আরও এক মাদক ব্যবসায়ী রয়েছে বলেও পুলিশ সূত্র জানিয়েছেন। তবে মিজান পলাতক রয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর থানায় রুবেল ও মিজানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মিজানকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলে উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840