সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

সখীপুরে অ্যাম্বুলেন্স চালক করোনায় আক্রান্ত

  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৫৭১ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম সাঈদ: সখীপুরে মুজিবুর রহমানের ছেলে সোনা মিয়া (৩৩) প্রাইভেট অ্যাম্বুলেন্স চালকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বেসরকারি অ্যাম্বুলেন্সের মালিক ও চালক।

সর্বশেষ তিনি দুই সপ্তাহ আগে সখীপুরের বন থেকে উদ্ধার হওয়া নারীকে নিয়ে অ্যাম্বুলেন্সযোগে প্রথমে রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন। আজ সোমবার সকালে ওই অ্যাম্বুলেন্স চালকের বাড়ি সহ আশেপাশের তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করেন উপজেলা প্রশাসন।

শনিবার (২৫ এপ্রিল) ওই চালক কোনো উপসর্গ ছাড়া নিজের ইচ্ছাতেই হাসপাতালে এসে নমুনা দিয়ে যান। ওইদিনই তাঁর নমুনা ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। আজ সোমবার সকালে টাঙ্গাইল সিভিল সার্জনের মাধ্যমে খবরটি উপজেলা স্বাস্থ্যবিভাগের কাছে আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সখীপুরে কাঁচামাল ব্যবসায়ীর একই পরিবারের পাঁচজনসহ মোট সাতজনের করোনাভাইরাস শনাক্ত হলো।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, অ্যাম্বুলেন্স চালকের করোনাভাইরাসে আক্রান্ত নিশ্চিত হওয়ার পর সকালেই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে। তিনি বেলা ১১টায় রোগীর দোতলা ভবনটি লকডাউন ঘোষণা করেন। তাঁর সংস্পর্শে আসা হাসপাতালের কয়েকজন ও ওই ভবনের নয় সদস্যের নমুনা সংগ্রহের কাজ চলছে। অন্যদিকে ওই অ্যাম্বুলেন্স চালককে তাঁর বাড়ির একটি পৃথক কক্ষে আইসোলেশনে রাখা হয়েছে।

ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন, বিষয়টি তিনিও জেনেছেন। তিনি আরও বলেন, লকডাউনে থাকা পরিবার গুলোর পাশে উপজেলা প্রশাসন তো রয়েছেনই, তা ছাড়াও যে কোন প্রয়োজনে তিনি সাধ্যমত সহায়তা প্রদান করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা বলেন, অ্যাম্বুলেন্স চালকের বাড়ী এবং তার সংস্পর্শে আাসা আরও দুইটি বাড়ি সহ মোট তিনটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme