সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

রমজান সম্পর্কে যে তথ্যগুলো আমাদের জানা দরকার

  • আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪৯৫ বার দেখা হয়েছে।

ইসলাম ডেস্ক: আরবি বছরের নবম মাস রমজান। এ মাসেই অবতীর্ণ হয় আল কুরআন। এ মাসে রোজা রাখা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। এ মাসে আল্লাহ তা’য়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে মুসলমানগণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যৌনাচার থেকে বিরত থাকে‌।

পবিত্র রমজান মাসে কুরআন মাজিদ লাওহে মাহফুজ থেকে একবারে প্রথম আসমানে অবতীর্ণ হয়। পরবর্তীতে প্রয়োজনানুসারে আল্লাহর পক্ষ থেকে জিবরাঈল আ. রাসুলুল্লাহ সা. এর কাছে ওহীরূপে কুরআন নিয়ে আসতেন।

রাসুলুল্লাহ সা. বলেছেন, রমজানে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়। আর এ মাসের শেষে তিন দিন পবিত্র ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে মুসলমানগণ এক মাস সিয়াম সাধনা পালন করার পুরস্কার লাভ করে।

ইসলামী বর্ষপঞ্জির অন্যান্য মাসের ন্যায় এ মাসেও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিন যেগুলো বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার কারণে বৈশিষ্ট্যমণ্ডিত হয়েছে। যেমন-

রমজানের ১ তারিখ: এদিনে আব্দুল কাদের জিলানী রহ. জন্মগ্রহণ করেন। রমজানের ২ তারিখ: এদিনে মূসা আ. এর উপর পবিত্র তাওরাত অবতীর্ণ হয়। রমজানের ১০ তারিখ: এদিনে নবীজীর সা. প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুওয়াইলিদ রা. মৃত্যুবরণ করেন।

রমজানের ১২ তারিখ: এদিনে ঈসা আ. এর উপর পবিত্র ইনজিল নাজিল করা হয়। রমজানের ১৫ তারিখ: এদিনে নবীজীর সা. আদরের দৌহিত্র হাসান ইবনে আলী রা. জন্মগ্রহণ করেন।

রমজানের ১৭ তারিখ: এদিনে রাসুলুল্লাহ সা. এর প্রিয়তমা স্ত্রী আয়েশা বিনতে আবু বকর রা. মৃত্যুবরণ করেন। রাসুলুল্লাহ সা. এর স্নেহের কন্যা উসমান রা. এর স্ত্রী রুকাইয়া রা. মৃত্যুবরণ করেন। এবং মুসলমানগণ কুরাইশদের বিরুদ্ধে ঐতিহাসিক বদর যুদ্ধে জয়লাভ করেন।

রমজানের ১৮ তারিখ: এদিনে দাউদ আ. এর উপর পবিত্র যাবুর অবতীর্ণ হয়। রমজানের ১৯ তারিখ: এদিনে আলী রা. দুর্বৃত্তের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন।

রমজানের ২০ তারিখ: এদিনে রাসুলুল্লাহ সা. দশ হাজার সাহাবী নিয়ে মক্কা বিজয় করেন। রমজানের ২১ তারিখ: এদিনে আলী রা. শহীদ হন।

পবিত্র লাইলাতুল কদর: রাসুলুল্লাহ সা. রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে পবিত্র লাইলাতুল কদর খোঁজ করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কুরআনে এ রাতকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এ রাতে মুসলমানগণ আল্লাহ তা’য়ালার রহমত ও মাগফিরাত লাভের উদ্দেশ্যে ইবাদাতে নিমগ্ন হয়।

এখানে আশ্চর্যজনকভাবে একটি বিষয় লক্ষণীয় যে, পবিত্র রমজান মাসে আল্লাহ তা’য়ালা চারটি বড় বড় আসমানি কিতাবের সবকটিই অবতীর্ণ করেছেন। এছাড়াও আরো অনেক কারণেই রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme