সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

দেলদুয়ারে এক সন্ত্রাসী পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন

  • আপডেট : সোমবার, ১ জুন, ২০২০
  • ৫৯৮ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম : দেলদুয়ার উপজেলার লালহাড়া গ্রামের বাইয়া হযরত বাহিনীর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে তাদের বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

সোমবার (১ জুন) সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেন তারা।এর পর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন একই গ্রামের আজম খানসহ কয়েকটি পরিবারের সদস্য।

সম্মেলনে লিখিত বক্তব্যে আজম খান জানান, তার ভাতিজি গত ২৮ মে বিকালের দিকে বাড়ির পাশে এক দোকান থেকে কিছু জিনিস কিনে ফিরছিল। তখন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাইয়া হযরতের ছোট ছেলে সজিব তার সহযোগীদের নিয়ে অপহরণ করে নিয়ে যায়।

এ খবর পাওয়ার পর তার পরিবারের লোকজন সজিবের বাড়িতে গিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।

পরে বিষয়টি থানায় জানালে ওইদিনই রাত ৯ টার দিকে ভাতিজিকে পুলিশ উদ্ধার ও অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাইয়া হযরত, সজিবসহ চারজনকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করা হয়।

কিন্তু মামলার অন্য আসামিরা পলাতক থেকে আজম খানের পরিবারের লোকজনদের নানাভাবে হুমকি দিচ্ছে।

তিনি অভিযোগ করে বলেন, বাইয়া হযরত বাহিনীর লোকজন দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষদের বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। বিভিন্ন স্থানে চাঁদা না পেয়ে হামলার ঘটনাও ঘটিয়েছে।

বাইয়া হযরত বাহিনীর বিরুদ্ধে হাফ ডজনেরও বেশি মামলা রয়েছে। এলাকাবাসী এ বাহিনীর রোষানল থেকে রেহাই পেতে তাদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme