সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
করোনায় নাগরপুর থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক

করোনায় নাগরপুর থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক

sdr

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা দেশের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়লেও নাগরপুর উপজেলার থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

মাঝে থানার পুলিশ সদস্য ও স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক করোনায় আক্রান্ত হলে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে। কিন্তু এখন আক্রান্ত পুলিশ সদস্যরা ও চিকিৎসকরা সুস্থ্য হওয়ার পথে এবং বাকী পুলিশ সদস্য ও স্বাস্থকর্মীদের করোনা ভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় সকলের মাঝে স্বস্তি বিরাজ করছে।

এখন আর উপজেলার এ দুটি গুরুত্বপূর্ণ সেবামূলক প্রতিষ্ঠান থেকে সেবা নিতে আতঙ্কের কিছু নেই।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রোকনুজ্জামান খান জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিটি কর্মকর্তা কর্মচারী তাদের জীবনের ঝুকি নিয়ে মানুষকে তাদের কাঙ্খিত সেবা দিয়ে যাচ্ছে।

আমাদের ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক সহ মাঠ পর্যায়ের সকল কার্যক্রম চলমান রয়েছে। তিনি এসময় উপজেলাবাসীকে আতঙ্কিত না হয়ে যেকোন স্বাস্থ্য সেবা নিতে নিকটস্থ স্বাস্থ্য পরিসেবায় যাওয়ার আহবান জানান। পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

নাগরপুর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা মন্ডল জানান, সেবাই পুলিশের ধর্ম এই মূলমন্ত্র বুকে ধারন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই নাগরপুর উপজেলা বাসীর পাশে থেকে তাদের সেবা দিয়ে যাচ্ছে নাগরপুর থানা।

চেকপোষ্টে রাত জেগে পাহারা দেয়া, করোনা রোগী শনাক্ত হলে তাদের বাড়ি লকডাউনে সহযোগিতা করা, হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করার পাশাপাশি আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করে চলেছে নাগরপুর থানা পুলিশ।

এসকল কাজ করতে গিয়ে নানা শ্রেণিপেশার মানুষের সাথে পুলিশ সদস্যদের মিশতে হয়েছে। এতে করে মাঝে থানার তিন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়। এখন তারা চিকিৎসা নিচ্ছেন। আল্লাহর রহমতে তারা এখন ভালোর দিকে।

আর পুলিশের বাকী যেসকল সদস্য থানায় কর্মরত রয়েছেন তাদের নমুনা পরীক্ষা করানো হয়েছে, তাদের ফলাফল নেগেটিভ এসেছে। তাই নাগরপুর থানা পুলিশ মনের ভয়কে জয় করে পূর্ণ উদ্যমে নাগরপুর উপজেলাবাসীকে সেবা দিতে সদা সর্বদা প্রস্তুত।

তিনি উপজেলাবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, থানার দরজা আপনাদের জন্য খোলা আপনারা যেকোন প্রয়োজনে পুলিশের সহযোগিতা নিন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840