সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

কালিহাতীতে মুক্তিযোদ্ধা ও পুলিশ সহ ১০ জন করোনা আক্রান্ত

  • আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
  • ৮৮২ বার দেখা হয়েছে।

মনির হোসেন,কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে মুক্তিযোদ্ধা ও পুলিশ সহ নতুন করে আরও ১০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং নতুন করে সুস্থ হয়েছেন আরও ৬ জন।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান।
নতুন আক্রান্তরা হলেন, কালিহাতী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম সিদ্দিকী রাঙ্গা (৭৪), কালিহাতী থানার এএসআই হামিদুল ইসলাম (৩৩), কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের নাসিমা আক্তার (৪২) ও জুলফিকার আলী (৪০), বাগুটিয়া গ্রামের রিয়াজ উদ্দিন (৪৫), টেঙ্গুরিয়া গ্রামের আবুল হাসেম (৭৫), দশকিয়া ইউনিয়নের দশকিয়া গ্রামের ইসমাইল ভূঁইয়া (৪৫), উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. জহীর মেহেদী হাসান এর মেয়ে রাইসা বিনতে হাসান (৭), পাথাইলকান্দি গ্রামের ফজলুল হক ও ঘাটাইল উপজেলার কালিয়াগ্রামের রীনা(৫০)।

এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩৬ জনে।

এদিকে নতুন সুস্থ ৬ জন হলেন, কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের রেজোওয়ানা ইসলাম (১০), রাশিদা আক্তার (৬০), মনোয়ারা (৫২), রুমি(২৪), বল্লা ইউনিয়নের বল্লা ইভেনপাড়া গ্রামের মোস্তফা আশরাফি (৬০) ও দশকিয়া ইউনিয়নের দশকিয়া গ্রামের রাসেল ভূঁইয়া (৩২)। এ নিয়ে এ উপজেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৬৮ জনে। মৃত্যু হয়েছে ২ জনের।

এর আগে, কালিহাতীতে নতুন করে আরও ১ জনের মৃত্যু হয়েছে। তিনি কালিহাতী পৌরসভার বেতডোবা গ্রামের অমলা রাণী পাল(৬০)। তিনি গত ৬ তারিখে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা দেন। পরে তার নমুনা পরীক্ষার ফলাফল গত ৮ আগস্ট পজেটিভ আসে।

তারপর তিনি তার নিজ বাড়িতে হোম আইসোলেশনে থাকেন। ১৬ আগস্ট সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হয় এবং চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে তিনি সেখানে না গিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই থেকে যান এবং সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ নিয়ে উপজেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২ জন।


এদিকে নতুন করে আরও ১০ জন সুস্থ হয়েছেন। তারা হলেন, উপজেলার বল্লা গ্রামের বেলাল হোসেন (৪৫), বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামের আবুল কালাম আজাদ (৩৩), মগড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাব-ইন্সপেক্টর মশিউর রহমান (৩৩), গোহালিয়াবাড়ী ইউনিয়নের মাসুদুল ইসলাম (৪১), কালিহাতী পৌরসভার সালেংকা রহিমা (৬৫), একই গ্রামের বিথি(২৩) হোসনেয়ারা (৫০), তৌহিদ (৪), বেতডোবা গ্রামের হানিফ উদ্দিন (৭০), কালিহাতী উপ-স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি মেডিকেল অফিসার শাজাহান মিয়া (৫৭)।

এ নিয়ে এ উপজেলায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়ালো ৬২ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

এর আগে,  কালিহাতীতে হাসপাতালে নেওয়ার সময় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অমল শীল (৬৫) নামের বৃদ্ধের মৃত্যু হয়েছে। এরপর লাশ রাস্তায় ফেলে চলে যায় বহনকারী অটোর রিক্সার চালক। প্রথমে সৎকার কেউ এগিয়ে আসেন নি।

পরে প্রশাসন সহযোগিতায় বিকালে তার দাহ সম্পন্ন হয়। শুক্রবার কালিহাতী পৌরসভার উত্তর চামুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায় ১০ দিন যাবত অমল শীল ঠান্ডা-জ্বরে ভুগছিলেন।

শুক্রবার (১০ জুলাই) সকালে অটোরিক্সা যোগে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। অটো চালক রাস্তার পাশে ফেলে গেলে স্ত্রী ছাড়া কেউ প্রথমে লাশের কাছে আসে নাই। পরে বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়।

মৃত অমল শীলের স্ত্রী পবন রানী শীল বলেন আমার স্বামীকে কয়েকদিন আগে হাসপাতালে ভর্তিও করেছিলাম। বাড়িতে নিয়ে আসার ঠান্ডা জ¦র ও কাশিতে সকালে মারা গেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক জানান, যখন জানতে পারলাম করোনার ভয়ে গ্রামের কেউ সৎকারে এগিয়ে আসছে না, তখন পুলিশ প্রশাসনের সহযোগিতায় লাশ সৎকারের ব্যবস্থা করা হয়।

এবিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, অমল শীল করোনায় মারা গেছেন এই ভয়ে আত্মীয় স্বজনরা কেউ সৎকারে এগিয়ে আসছে না, এমন খবর পাওয়া মাত্রই এসআই হেলাল মাহমুদকে সেখানে পাঠাই। পরে স্থানীয় লোকজন এবং ইসলামী ফাউন্ডেশনের উপজেলা কমিটির সহযোগিতায় লাশ দাহ করা হয়।

করোনা ভাইরাসে মৃত ব্যক্তিদের দাফন সংক্রান্ত ইসলামী ফাউন্ডেশনের কালিহাতী কমিটির লিডার মওলানা মোহাম্মদ আবু হানিফ জানান, লাশ দীর্ঘ সময় রাস্তায় পড়ে ছিল। পুলিশ ও আমরা সেখানে উপস্থিত হই। পরে স্থানীয় হিন্দু লোকজন এগিয়ে আসে।

তারপর শ্মশানঘাটে লাশ দাহ করার ব্যবস্থা করি। কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, মৃত ব্যক্তির করোনা হয়েছিল কি না সেই পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (৬ জুলাই) কালিহাতীতে একজন করোনায় আক্রান্ত হয়। বৃহস্পতিবার (২ জুলাই) দুই জন, বুধবার (১ জুলাই) একজন, রোববার (২৮ জুন) একজন, ১৬ জুন নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন, উপজেলার নারান্দিয়া ইউনিয়নের ঘড়িয়া গ্রামের পূর্বের আক্রান্ত বন্যা আলমের ঝা মায়া (২২) এবং গোহালিয়াবাড়ি ইউনিয়নের কুর্শাবেনু গ্রামের জামাল (৪৮)।

এ নিয়ে এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান।

আক্রান্ত মায়ার স্বামীর সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, তাদের বাড়িতে সর্বপ্রথম তার বড় ভাবী (বন্যা আলম) আক্রান্ত হওয়ার কয়েকদিন পর আরো ৩ জন আক্রান্ত হয়।

পরে সচেতন ও সন্দেহ মিটানোর জন্য তার পরিবারের আরো ৪ সদস্য গত ৯ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তাদের নমুনা পরীক্ষার জন্য দিয়ে আসলে কর্তৃপক্ষ তাদের নমুনাগুলো গত ১০ জুন ঢাকায় পাঠিয়ে দেন।

তাদের মধ্য থেকে ১৬ জুন রাতে তার স্ত্রীর ফলাফল পজেটিভ আসে। তার স্বামী আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তারা বর্তমানে তাদের গ্রামে একটি অবহেলিত পরিবার হিসেবে অনেক কষ্টে জীবন যাপন করছে, সবাই তাদের পরিবারের সদস্যদের বাঁকা চোখে দেখছে।

গ্রামের কেউ তাদের কোন প্রকার সহযোগিতা করছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেও একটি নাপা ট্যাবলেট পর্যন্ত তারা পাচ্ছে না।

এদিকে লকডাউনের কারনে বাড়ি থেকে বের হতে না পারায় ঔষধসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বাজারে/বাহিরে গিয়ে কিনতে পারছেন না এবং এই সময়ে কেনার মতো কাউকে তারা পাচ্ছেও না।

তিনি আরো জানান,বর্তমানে তার পরিবারের আক্রান্ত সকলেই সুস্থ রয়েছেন।

আক্রান্ত অপরজন জামালের সাথে মুঠোফোনে কথা বলে জানা যায়, কিছুদিন আগে তার দুই-তিনদিন জ্বর ছিল। ঔষধ খাওয়ার পর জ্বর ভালো হলে সন্দেহ মিটানোর জন্য গত ৯ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দিয়ে আসলে কর্তৃপক্ষ গত ১০ জুন নমুনাটি ঢাকায় পাঠিয়ে দেন।

পরে ১৬ জুন রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি বর্তমানে সুস্থ রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি নাপা ট্যাবলেট পাচ্ছে না আক্রান্ত মায়ার স্বামীর এমন অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান নিকট জানতে চাইলে তিনি জানান, বাড়ি বাড়ি গিয়ে ঔষধ দেওয়ার বিধান নেই।

হাসপাতালের জরুরী বিভাগের ফোন নম্বর দেয়া আছে সেখানে ফোন করে স্বাস্থ্য বিষয়ে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন এবং সে যদি নিতান্তই গরীব থেকে থাকে তাহলে আমাদের কাছে আবেদন করলে আমরা বিবেচনা করতে পারি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme