প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রোগি ও রোগির স্বজনদের নিকট থেকে ঔষধ ও বিভিন্ন পরীক্ষার বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে হাসপাতাল থেকে চার দালালকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।
তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা করা হয় । বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. মারিয়াম খাতুন ও মৌসুমী নাসরীনের যৌথ নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
ম্যাজিস্ট্রেট মোসুমী নাসরীন জানান, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চার দালালকে ১৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। দন্ডবিধি ১৮৬০ সালের ২৯০ ধারা এ আর্থিক জরিমানা করা হয়।
এর আগে, টাঙ্গাইলে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার সহ তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে বলে জানান টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ।
মোটরসাইকেল চোর তিনজন হলো, মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের হলুদিয়া গ্রামের মৃত আবু তালিবের ছেলে রাজীব (৩৫), সদর উপজেলার সাবালিয়া চরজানা এলাকার আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম রবিন (৩০), একই এলাকার মজিদ ভূইয়ার ছেলে মুগ্ধ (২২)। মুগ্ধ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার কাগমারী পাড়া স্থায়ী বাসিন্দা।
টাঙ্গাইল সদর ফাঁড়ির ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, গত ১৬ জুলাই নিজ বাসার সামনে থেকে আব্দুল কদ্দুস নামে এক ব্যক্তির মোটর সাইকেল চুরি হয়। পরে তিনি একটি মামলা দায়ের করেন।
এসপি স্যারের নির্দেশনায় পার্শ্ববর্তী একটি ভবনে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করি। ক্যামেরার ফুটেজ থেকে চোর শনাক্ত করে ঐ এলাকারই বাসিন্দা রবিন ও মুগ্ধকে গ্রেফতার করি।
পরে তার দেয়া স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে মধুপুরের আউশনারা থেকে রাজিবকে চুরির মোটরসাইকেল উদ্ধার সহ তাকেও গ্রেফতার করা হয়।
তারা আন্তঃজেলা মোটসাইকেল চোর দলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি ।