প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল থেকে প্রকাশিত আজদের দেশবাসী পত্রিকার সম্পাদক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান এর সহধর্মিনী সুরাইয়া বেগম ইন্তেকাল করেছেন। গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি দীর্ঘদিন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ১৮ আগস্ট তার মস্তিস্কে অস্ত্রপ্রচার সম্পন্ন হয়। সোমবার (২৪ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ৩৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহি রেখেগেছেন। ছেলে খান আহমেদ শুভ টাঙ্গাইল চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্টি’র সভাপতি।
তার জানাযার নামাজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হবে। জানাজা নামাজ শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় করবস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
সুরাইয়া বেগমের ইন্তেকালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা শোক প্রকাশ করে মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।