সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

কালিহাতিতে বন্যা দুর্গতদের পাশে ইচ্ছা ফাউন্ডেশন

  • আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০
  • ৫৫১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ ”মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে” কথাগুলো হারিয়ে যায় নি। করোনা আর বন্যায় টাঙ্গাইলের মানুষ বিপর্যস্ত। জেলার যমুনা নদী তীরবর্তী কালিহাতীর বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকা থেকে ছুটে এসেছেন বিশ্ববিদ্যালয় পড়–য়া এক দল তরুণ। তাদের স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছা ফাউন্ডশেনের উদ্যোগে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ও অসহায় ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবণ, তেল, গুড়া দুধ, খাবার স্যালাইন, চিড়া, গুড়, মুড়ি ও সাবান।
ইচ্ছা ফাউন্ডেশনের তরুণদের ত্রাণ বিতরনে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি হাসান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা চেয়ারম্যান আনছার আলী, ঢকার শের-ই-বাংলা নগর থানা আওয়ামী লীগ নেতা শহিদুল আলম খান কাজল, কেয়ারলিট লিমিটেডের এডমিন ও মার্কেটিং ম্যানেজার নুরুল ইসলাম সোহেল এবং বল্লা ইউপি চেয়ারম্যান চান মাহমুদ পাকির আলী প্রমূখ। এই মানবিক কাজে সার্বিক সহযোগীতা করে স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেয়ারলিট লিমিটেড।

আয়োজক নুরুল ইসলাম সোহেল বলেন, অসুস্থ ও বৃদ্ধদের বাড়িতে গিয়ে কেয়ারলিট লিমিটেড সেবা প্রদান করে। আমরা অসহায় মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। সমাজের সকল বিত্তবানদের এই দুর্যোগে এগিয়ে আসা উচিত।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন সুদুর ঢাকা থেকে এসে বন্যা কবলিতদের পাশে দাঁড়ানোর জন্য ইচ্ছে ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ। এটি একটি অনন্য দৃষ্টান্ত।

এসময় উপস্থিত ছিলেন ইচ্ছা ফাউন্ডশেনের স্বেচ্ছাসেবী এনামুল হক, কাজী আহাদ হোসেন, কাজী সবুজ, শাহীন আলম, রুবেল, সেতু, সাব্বির হোসেন, মোহাম্মদ আজগর মিলন, আফজাল, স্বাধীন, ইমন, তানভীর, মামুন, সৌরভ, তারেক, টিপু, মৃদুল, রাতনি, বিপুল, শুভ, রানা, বজলু, সেলিম, শাহীন, আলাউদ্দিনসহ আরো অনেকে।

উল্লেখ্য করোনাকালীন লকডাউনের মধ্যে কেয়ারলিট লিমিটেড এবং ইচ্ছা ফাউন্ডেশন যৌথভাবে সাধারণ মানুষের মুখে একাধিকবার খাবার তুলে দিয়েছে।

আরও খবর পড়ুন,বন্যার্তদের পাশে “টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন”

টাঙ্গাইলে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো “টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন” আর্তমানবতার সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত “টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন” এর নিজস্ব উদ্যোগে বন্যা দূর্গত অসহায়, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এসব খাদ্য সামগ্রীবিতরণ করা হয়। খাদ্য সামগ্রী সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল,আলু, লবন, ওষুধ, স্যালাইন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ-সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক বাবুল হোসাইন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহিদুল ইসলাম মোহিদ, যুগ্ম সম্পাদক কাওসার আহমেদ, দপ্তর সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, ব্লাড বিষয়ক সম্পাদক রিফাত আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাদিদ ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক দিপা মনি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উর্মি আক্তার, সম্মানিত সদস্য ফরিদ খান, লিটন ঘোষ, যুবরাজ খান অনিক ও তারেক মিয়া প্রমূখ।

“টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা পরিচালক তানভীর হাসান খান রুবেল জানান, সংগঠণটি প্রতিষ্ঠার পর থেকে আমরা নিজেদের প্রচেষ্টায় বিনামূল্যে রক্তদান,বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ। করোনাকালীন দূর্যোগে খাদ্যসামগ্রী বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ। সহায়-সম্বলহীন পরিবারকে আর্থিক সহযোগিতাসহ নানা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম পালন করে আসছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme