সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ইয়াবা দিয়ে ফাঁসানোর মামলায় মির্জাপুরের পুলিশ ও সোর্সের দন্ড

  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৮৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির সাবেক কন্সট্রেবল রাসেলুজ্জামান ও সোর্স হাসান মিয়াকে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুপন কুমার দাশ এ দন্ড প্রদান করেন।রায় ঘোষণার পর তাঁদের জেল-হাজতে পাঠানো হয়েছে।

কন্সট্রেবল রাসেলুজ্জামানকে দেড় বছর ও সোর্স হাসান মিয়াকে এক বছরের দণ্ড দেওয়া হয়।

রাসেলুজ্জামান ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মোজাটি চরপাড়া গ্রামের মো. আক্তারুজ্জামানের ছেলে। হাসান মিয়া মির্জাপুর উপজেলার বাঁশতৈল নয়াপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

গত বছরের ২৮ নভেম্বরব জলুর রহমান নামের এক দিন মজুরের পকেটে ইয়াবা ঢুকিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করেন দন্ডপ্রাপ্তরা।

এ মামলার অপর আসামী বাঁশতৈল ফাঁড়ির সাবেক উপসহকারী পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল চন্দ্র সাহা, তোজাম্মেল হক ও আবদুল হালিম এবং সোর্স আল আমিনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, দন্ডপ্রাপ্ত কনস্টেবল রাসেলুজ্জামান, সোর্স হাসান মিয়াসহ মির্জাপুর থানার বাঁশতৈল পুলিশ ফাঁড়ির পুলিশের আরও চার সদস্য এবং এক সোর্স গত বছরের ২৮ নভেম্বর পাশের সখীপুর উপজেলার রাজাবাড়ী উচ্চবিদ্যালয় এলাকায় বজলুর রহমান নামের এক দিনমজুরের পকেটে ইয়াবা ঢুকিয়ে মাদক ব্যবসায়ী হিসেবে তাকে জোর করে সিএনজিচালিত অটোরিক্সায় তোলেন। বজলুরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে অটোরিক্সা আটক করে।

বজলুরের কাছ থেকে ঘটনা শুনে উপস্থিত লোকজন পুলিশ ও সোর্সদের তল্লাশি করে তাদের পকেটে কিছু ইয়াবা পান। এরপর সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পুলিশ ও সোর্সদের পিটুনি দিয়ে একটি দোকানে আটকে রাখেন।

খবর পেয়ে সখীপুর থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। এর আগেই তিনজন কৌশলে পালিয়ে যান। পরে চারজনকে পুলিশ সখীপুর থানায় নিয়ে যায়। সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আয়নুল হক বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করেন।

তদন্ত শেষে সখীপুর থানার উপপরিদর্শক ওমর ফারুক গত ২ জানুয়ারি আদালতে পুলিশের পাঁচ সদস্য, দুই সোর্সসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। আদালত আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme