মনির হোসেন কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রান হিসেবে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার কোকডহরা ইউনিয়নের উৎরাইল বটতলা থেকে ওই ইউনিয়নের ২০০ বন্যার্ত পরিবারের মাঝে ওই ত্রান সহায়তা (চাল) বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সদস্য খন্দকার আব্দুল মাতিন,
উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক জালাল উদ্দিন, কোকডহরা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কুদরত আলী, উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা বাবু সুকুমার চন্দ্র বণিক, সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু পল্লাদ চন্দ্র কর্মকার উপস্থিত ছিলেন।