সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

গোপালপুরে অপহৃত শিশু উদ্ধার সহ গ্রেফতার এক

  • আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৬৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ অপহৃত শিশু মো:মাসুদ কে ৪৮ ঘন্টা পর উদ্ধার ও অপহরণকারী মো.আলিফ (২০) কে গ্রেফতার করেছে। শিশুটি উপজেলার পৌরসভার উত্তর গোপাল পুরের বাসিন্দা মো.আলা আমিন ছেলে।

সে ২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে নূরানী মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে আসে। এরপর তাকে কোথাও পাওয়া যায়নি।

মামলার এজাহারে জানা যায়, গোপালপুর পৌরসভার উত্তর গোপাল পুরের বাসিন্দা মো.আলা আমিন ছেলে ২ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে নূরানী মাদ্রাসার উদ্দেশ্যে বেরিয়ে আসে। বিকেলে বাড়িতে না ফিরে আসলে তার বাবা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে।

না পেয়ে গোপালপুর থানায় সাধারণ ডায়রি করেন। রাতে একটি অজ্ঞাত নাম্বার থেকে ফোন করে ২৬০০০০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

গোপালপুর থানা পুলিশ সেই মোবাইল ফোনের সূত্র ধরে, কৌশলে অপহরণকারীর সাথে কথা বলে মুক্তিপণের টাকা দিবে স্থান নির্ধারণ করে দেয় অপহরণকারী। গোপালপুরের থানা পুলিশের তদন্ত কর্মকর্তা কাইয়ুুম খান সিদ্দিকী এর নেতৃত্বে ও জামালপুর থানা পুলিশের চৌকস দল গঠন করে বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে।

জামালপুর সদর উপজেলা মাতাবপু প্রাথমিক বিদ্যালয়ের পিছনে বাঁশ ঝাড়-এর আরালে সারা রাত্রি অভিযান পরিচালনা করে ৪ সেপ্টেম্বর ভোরের দিকে অপহরণ হওয়া শিশু মো.মাসুদ (৭) উদ্ধার করেন তারা।

একই সাথে অপহরণকারী আসামি ধনবাড়ী উপজেলার ছাতারকান্দি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো.আলিফ (২০) কে গ্রেফতার করে পুলিশ।

গোপালপুর থানার তদন্ত অফিসার মো.কাইয়ুুম খান সিদ্দিকী জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

পরে অপহরণকৃত শিশুকে সুরক্ষা ভাবে উদ্ধার করি। আসামি কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme