সংবাদ শিরোনাম:
কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী নাগরপুরে মোকনা ইউনিয়নে বিএনপি নেতা লাভলু লিফলেট বিতরণ ও বৃক্ষরোপন নাগরপুরে চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন নাগরপুর সদর মীরনগর যুব সংঘ ক্লাবের ফাইনাল খেলা অনুষ্ঠিত পাঁচ বছরেও শেষ হয়নি ২৫৬ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ, লাপাত্তা ঠিকাদার

ঢাকা ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু

  • আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৯১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল শহরের আকুর টাকুর পাড়ার ঢাকা ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য রাজনৈতিক নেতাদের সাথে দফায় দফায় বৈঠক করেও রাত ৯ টা পর্যন্ত সমাধান করতে পারেনি ক্লিনিক কতৃপক্ষ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা ক্লিনিকে এ ঘটনা ঘটে।নিহত প্রসূতি সদর উপজেলার বরুহা গ্রামের বাসিন্দা।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার প্রসব ব্যাথা নিয়ে ওই মহিলা ঢাকা ক্লিনিকে ভর্তি হয়। বিকেলে গাইনী ডাক্তার শিরীন শারমিন ও জেনারেল হাসপাতালের ডাক্তার রফিকুল ইসলাম স্বপনের নেত্বত্বে অস্ত্রপাচারের মাধ্যমে তার পুত্র সন্তান জন্ম হয়।

জন্মের পর পুত্র সন্তান সুস্থ্য থাকলেও প্রসূতির অবস্থার অবনতি হতে থাকে। এ দিকে অতিরিক্ত রক্ত খনন হওয়ায় রাতে রক্ত দেওয়া হয়। মঙ্গলবার ভোরে নাক মুখ দিয়ে রক্ত খনন শুরু হলে তার মৃত্যু হয়। পরে তার লাশ তার গ্রামের বাড়ী বরুহায় দাফন করা হয়।

অন্যদিকে বিষয়টি ধাপাচাপা দিতে দিন ব্যাপি ও রাতেও একাধিক বৈঠক করা হয়েছে।ঢাকা ক্লিনিকে কর্মরত কায়সার জানান, এ ঘটনায় ওই রোগির স্বজনরা ডাক্তারের বাসায় বৈঠক করছে। এ ছাড়া আর কোন তথ্য দেয়নি তিনি।

ডাক্তার শিরীন শারমিন জানান, প্রসূতির কিভাবে মৃত্যু হয়েছে তা এখন বলা যাবে না। তবে তার পুত্র সন্তান খুব ভালো আছে। ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme