সংবাদ শিরোনাম:
গনতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু মধুপুর শালবনে দেখা মিলল বিরল প্রজাতির কেলিকদম গাছ দেশের মানুষ সরকার নির্বাচিত করতে অধীর আগ্রহে আছে- আবুল কালাম বাড়িতে কাফনে মোড়ানো মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে কালিহাতীতে নকল সরবরাহের দায়ে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি বহিষ্কার  ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা মির্জাপুরে ৫ লাখ টাকার চোরাই গাজারী কাঠসহ ৬ জন গ্রেপ্তার মাভাবিপ্রবিতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সখীপুরে এক বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা যারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায় তাদের পরিণতিও একই হবে- কাদের সিদ্দিকী

টাঙ্গাইলে ছাত্র অধিকার পরিষদের মানববন্ধনে ছাত্রলীগের হামলা

  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২০ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদকঃ বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার পরিষদের মানববন্ধন শেষে ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছাত্র অধিকার পরিষদের অন্তত পাঁচজন কর্মী আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ সময় টাঙ্গাইলের দুইজন সাংবাদিক আহত হয়।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সমন্বয়ক সদস্য মোহাম্মদ আলিফ অভিযোগ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ সংগঠনের কেন্দ্রিয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমুলক মামলা এবং সোমবার রাতে ঢাকায় নেতাকর্মীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববনধন কর্মসুচির আয়োজন করা হয়।
প্রায় ৩০ মিনিট কর্মসুচি চলার পর জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীরুল হাসান হিমেলের নেতৃত্বে ২০/২৫ জন ছাত্রলীগের নেতাকর্মী লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে সংগঠনের অন্তত ৫ জন আহত হয়। মুহুর্তেই মানববন্ধন কর্মসুচি পন্ড হয়ে যায়। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীরুল হাসান হিমেল জানান, বিএনপি-জামাত-শিবিরের সমন্বয়ে প্রেসক্লাবের সামনে সমবেত হয়ে সরকার ও প্রধানমন্ত্রী সম্পর্কে বাজে মন্তব্য করে বক্তব্য দেয়া হয়। সে সময় সচেতন নাগরিক তাদেরকে প্রতিহত করে। তবে সেখানে কোন হামলার ঘটনা ঘটেনি। মানববন্ধনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের জেলা সমন্বয়ক কাওসার আহম্মেদসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা অংশ নেয়।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, মানববন্ধন শেষে চলে যাওয়ার সময় দু পক্ষের মধ্যে কথাকাটাকাটির ঘঠনা ঘটে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme