সংবাদ শিরোনাম:
সখীপুরে ৯ ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করলেন ইউপি চেয়ারম্যান। টাঙ্গাইল পৌরসভার চার কোটি টাকা ব্যয়ে সেতুতে উঠতে হয় মই দিয়ে গোপালপুরে গরু চুরির হিড়িক, আতংকে খামারীরা টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া
কালিহাতীতে সন্ত্রাসী হামলায় আহত এক

কালিহাতীতে সন্ত্রাসী হামলায় আহত এক

ইমরুল হাসান বাবু : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলটিয়া পূর্ব পাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় মফিজ উদ্দিন নামের এক ব্যক্তি আহত হয়েছে।

মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় পুলিশ প্রতিবেশি মৃত কুতুব আলীর ছেলে জোয়াহের আলী (৬৫) কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার আউলটিয়া পূর্ব পাড়া গ্রামের মফিজ উদ্দিনের সাথে প্রতিবেশি জোয়াহের আলীর ছেলে আ. মালেক (৪০), মৃত কুতুব আলীর ছেলে জোয়াহের আলী (৬৫), মালেকের স্ত্রী কনিকা(৩৫) ও জোয়াহের আলীর স্ত্রী শেফালী বেগম(৬০) এর সাথে দীর্ঘদিন যাবৎ পূর্ব শত্রুতা চলে আসছিল।

সম্প্রতি ওই শত্রুতার জের ধরে মালেকের বাড়ির সামনে মফিজকে একা পেয়ে তারা অতর্কিতে হামলা চালায়। এতে মফিজ উদ্দিন’র দুই হাত ভেঙ্গে যায়। আশেপাশের লোকজন আহত মফিজকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় মফিজ উদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম বাদী কালিহাতী থানায় একটি মামলা (নং- ০৬) দায়ের করেন। এ বিষয়ে ওই মামলার একাধিক আসামী বাদীকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছে বলে বাদী মর্জিনা বেগম জানান।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ সওগাতুল আলম জানান, মামলা পেয়ে জোয়াহের আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840