মধুপুরে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

মধুপুরে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বন্যা দূর্গত ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে স্বল্প ও মধ্য মেয়াদি ১৩ (তের) প্রকারের শাক-সবজির বীজ বিনা মূল্যে বিতরণ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ ছরোয়ার আলম খান (আবু)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্যানেল চেয়াম্যানখন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল করিম,

সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রাশেদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ ইয়াকুব আলী, গোলাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা খান (বাবলু), মহিষমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মোতালেব।

এ সময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ ও কৃষক-কৃষাণী গন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান।শেষে মধুপুর পৌরসভা, গোলাবাড়ী ইউনিয়ন ও অরণখোলা ইউনিয়নের তালিকা ভূক্ত কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে ১৩ (তের) প্রকারের শাক-সবজির বীজ বিতরণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, মধুপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায়  মোট ৭০০ (সাতশত) কৃষক পরিবারের মাঝে পর্যায়ক্রমে বিনামূল্যে ১৩  (তের) প্রকারের শাক-সবজির বীজ বিতরণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840