প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা বাজারে বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকা সঠিক ভাবে না থাকায় ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর ।
বুধবার (১৪ অক্টোবর) সকালে গয়হাটা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকা না টানিয়ে ও দ্রব্যের দাম বেশি রাখার দায়ে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৩৮,৩৯ ধারায় ৮টি মুদি দোকান মালিক কে তিন হাজার ৯শ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এসময় বাজারে মোবাইল কোর্টের কার্যক্রম দেখে দ্রত অন্যান্য মুদি বিক্রেতারা দোকান বন্ধ করে পালিয়ে যায়।
নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর উপস্থিত দোকানী ও জন সাধারনের উদ্দেশ্যে বলেন, আপনারা সচেতন হয়ে সততার সাথে আপনাদের ব্যাবসা পরিচালনা করুন এবং ভোক্তাদের অধিকার রক্ষা করুন। এ সময় নাগরপুর থানার এএসআই মো. হাসান আলী ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।