নাগরপুর প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) র্যাব ও পুলিশের সমন্বয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর এ অভিযান পরিচালনা করেন।
নাগরপুর উপজেলাধিন আজিমুদ্দিন মোড়, খগেনঘাট, কুকুরিয়া, ভূতের মোড়, কাঁঠাল বাড়ি বাজার ও দপ্তিয়র সহ বেশ কয়েটি পয়েন্টে এ অভিযান চালানো হয়। নদীতে র্যাব ও পুলিশ দেখে স্থানীয় জেলেরা মাছ ধরার জাল ফেলে রেখে নৌকা নিয়ে পালিয়ে যায়। অভিযানে প্রায় ৪৫০০ মিটার করেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় যাহার বাজার মুল্য আনুমানিক ৮০ হাজার টাকা।
এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল র্যাব-১২ ডিএডি মো. নাজিমুদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল পাশা, নাগরপুর থানার এএসআই মো. আনিসুজ্জামান, মো. আফজাল হোসেন সহ ভূমি অফিস, মৎস্য অফিস, র্যাব-১২ টাঙ্গাইল ও থানার অন্যান্য স্টাফবৃন্দ।
অভিযান পরিচালনার সময় তারিন মসরুর বলেন, যমুনা নদীর নাগরপুর অংশে কোন জেলে কে মাছ ধরতে দেখা যায়নি। মা ইলিশ রক্ষার্থে মোবাইল কোর্টের অভিযান চলমান থাকবে।